ভোলা প্রতিনিধি: ভোলায় অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যূৎস্পৃষ্ট হয়ে মো: শাহীন (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার (২৬ আগষ্ট) সকালে সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের চর রমেশ গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শাহীন ওই গ্রামের কামাল হোসেনের ছেলে। তিনি পেশায় একজন অটোরিকশা চালক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, শনিবার চার্জ থেকে অটোরিকশা আনতে গিয়ে অসাবধানতাবসত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কত্যর্বরত চিকিৎসক শাহীনকে মৃত্যু ঘোষনা করেন।
এদিকে তার অকাল মৃত্যুতে পরিবারে চলছে শোকের মাতম।
ভোলা সদর মডেল থানার অফিসার ইন-চার্জ (ওসি) শাহীন ফকির এ তথ্য নিশ্চিত করে বলেন, পুলিশ লাশ উদ্ধার করেছেন। এ ঘটনায় কারো কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের জন্য পরিবারের কাছে স্তান্তর করা হয়েছে।
মনজুর রহমান/ইবিটাইমস