ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠিতে জাতির পিতা জ্যেষ্ঠপুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা ও স্মৃতিচারন সভা বৃক্ষবিতরণ এবং পুরস্কার বিতরণের মধ্য দিয়ে পালন করা হয়েছে।
শনিবার সকাল ১০টায় জেলা প্রশাসক চত্বরে শেখ কামালের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের মধ্য দিয়ে কর্মসূচি সূচনা করা হয়। জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুমের শ্রদ্ধা নিবেদনের পরে ধারাবাহিকভাবে পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. খান সাইফুল্লাহ পনিরের নেতৃত্বে আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠন, পৌর মেয়র আলহাজ্ব লিয়াকত আলী তালুকদারসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
ঝালকাঠি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা ও স্মৃতিচারণ সভায় জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম প্রধান অতিথি ছিলেন। পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল, ঝালকাঠির সিভিল সার্জন এইচ এম জহিরুল ইসলাম, পৌর মেয়র আলহাজ্ব লিয়াকত আলী তালুকদার, উপ-পরিচালক জেলা কৃষি সম্প্রসারণ মোঃ মনিরুল ইসলাম বিশেষ অতিথি ছিলেন।
সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ রুহুল আমিন। সভায় বিভিন্ন ব্যক্তিবর্গ আলোচনায় অংশগ্রহণ করেন। পরে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান, যুব উন্নয়ন অধিদপ্তর ও জেলা প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়।
বাধন রায়/ইবিটাইমস