স্বনামধন্যা এই মিডিয়া ব্যক্তিত্ব চারদিনের ব্যক্তিগত সফরে বর্তমানে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অবস্থান করছেন
নিউজ ডেস্কঃ সোমবার (৩১ জুলাই) মাঝ রাতের কিছু পূর্বে এই স্বনামধন্যা উপস্থাপিকা,সাংবাদিক,সমাজসেবিকা, টেবিল টক ইউকে,লেডিস ক্লাব ইউকে,ইউরোপ ও লন্ডন মিররের চেয়ারপার্সন হাসিনা আক্তারকে ভিয়েনা বিমানবন্দরে ফুলের তোড়া দিয়ে অভ্যর্থনা জানান বাংলাদেশ অস্ট্রিয়া প্রেসক্লাবের সভাপতি ও ইউরো বাংলা টাইমসের এডিটর ইন চীফ মাহবুবুর রহমান। তার সাথে বিমানবন্দরে আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের অন্যতম সদস্য মীর সালাউদ্দিন তরুণ।
এছাড়াও উপস্থিত ছিলেন অষ্ট্রিয়া বিএনপি নেতা নাসির উদ্দিন ও জুয়েল ইসলাম।
সত্য ও বস্তনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমেই একজন সাংবাদিকের পেশাগত দায়িত্বশীলতার পরিচয় বহন করে। প্রবাসে বাংলাদেশী কমিউনিটির বিভিন্ন বিষয়সমূহ তুলে ধরে দেশ ও জাতীকে বিশ্বের কাছে তুলে ধরাই প্রবাসে সাংবাদিকদের লক্ষ্য হওয়া উচিত।
জনপ্রিয় টকশো টেবিল টক ইউকে এর পরিকল্পনা , পরিচালক ও জনপ্রিয় উপস্থাপক, লেডিস ক্লাব ইউকে এর চেয়ারম্যান, দি লন্ডন মিরর এর প্রধান সম্পাদক হাসিনা আক্তার সেই দায়িত্ব যথাযথভাবে পালন করে যাচ্ছেন।
হাসিনা আক্তার বর্তমান সময়ে যেভাবে মেধা শ্রম ও সাহসিকতার সাথে গতানুগতিক নিয়মের বাহিরে টকশো এর মাধ্যমে সত্যকে তুলে ধরেন, তা সত্যিই প্রশংসিত এবং অনুকরণীয়। তিনি মূলধারার মিডিয়ার পাশাপাশি সোশ্যাল মিডিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।
কবির আহমেদ/ইবিটাইমস