ভোলা প্রতিনিধি: ভোলায় মোটরসাইকেল, অটোরিক্সা ও কাভার্টভ্যানেরর ত্রিমুখী সংঘর্ষে মোঃ সবুজ (২৬) নামে এক যুকবের মৃত্যু হয়েছে।
শনিবার (২৯ জুলাই) দুপুরে ভোলা-ভেদুরিয়া সড়কের মাদ্রাসা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সবুজ চরফ্যাশন উপজেলার আঞ্জুরহাট এলাকার আবদুল হকের ছেলে ও এসিআই কোম্পানির বিপননকর্মী ছিলেন।
সে দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলের আরোহী ছিলেন।
এ ঘটনায় আরো দু’জন আহত হয়েছে, তাদের ভোলার ২৫০ শয্যার জেনারেল হাসপাতালো ভর্তি করা হয়েছে। তবে প্রাথমিকভাকে তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
ভোলা সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আবু জাফর জানান, দুপুরের দিকে ওই সড়কে একটি মোটরসাইকেল বাস স্ট্যান্ড থেকে ভেদুরিয়ার দিকে যাচ্ছিল। এ সময় পথিমধ্যে মোটরসাইকেলেরর সাথে অটো ও কাভার্টভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী নিহত হন।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক কাভারভ্যান আটক করলেও চালক পালিয়ে যায়, তাকে আটকের চেস্টা চলছে।
মনজুর রহমান/ইবিটাইমস