
অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির প্রথম তরুন প্রশাসনিক পুলিশ কর্মকর্তার জাঁকজঁমক বিয়ে সম্পন্ন
ভিয়েনা থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে দক্ষিণ অস্ট্রিয়ার স্টায়ারমার্ক রাজ্যের রাজধানী গ্রাজে এই জাঁকজঁমক বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে ইউরোপ ডেস্কঃ গত রবিবার (১৬ জুলাই) অস্ট্রিয়ার দক্ষিণের রাজ্য স্টায়ারমার্কের রাজধানী গ্রাজের স্থানীয় নূর মসজিদে ইসলামিক রীতিনীতি অনুযায়ী বিয়ে অনুষ্ঠিত হয়। পরে অস্ট্রিয়ান ম্যাজিস্ট্রেট অফিসে নিবন্ধন করা হয়। বিবাহ পড়ান রাজধানী ভিয়েনার ২০ নাম্বার ডিস্ট্রিক্টের বায়তুল মামুর…