
ইজিজেট বিমান সংস্থার শত শত ফ্লাইট বাতিল
ইজিজেট এই গ্রীষ্মে ১,৭০০ টি ফ্লাইট বাতিল করেছে, বেশিরভাগ যাত্রীদের পুনরায় বিকল্প বিমানে বুক দিতে হচ্ছে ইউরোপ ডেস্কঃ আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, ব্রিটিশ কম খরচের এয়ারলাইন ইজিজেটস এই গ্রীষ্মের প্রায় ১,৭০০টি ফ্লাইট বাতিল করছে। কারণ হিসাবে বিমান সংস্থাটির পক্ষ থেকে বলা হয়েছে গ্রীষ্মকালীন ছুটিতে ধর্মঘট, কর্মীদের ঘাটতি এবং বিভিন্ন আকাশপথ বন্ধের কারণে এই সমস্ত…