
অস্ট্রিয়ায় নাইটজেট ট্রেনের পিছনে বহনকারী গাড়িতে আগুন, আহত ৩৩
Tirol রাজ্যের একটি সুড়ঙ্গ অতিক্রম করার সময় নাইটজেট ট্রেনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ইউরোপ ডেস্কঃ বুধবার (৭ জুন) সন্ধ্যায় রাজধানী ভিয়েনা থেকে ছেড়ে যাওয়া নাইটজেট ট্রেনটি Tirol রাজ্যের রাজধানী Innsbruck রেলস্টেশন ছেড়ে জার্মানির হামবুর্গ হয়ে নেদারল্যান্ডসের আমস্টারডামের উদ্দেশ্যে রওয়ানা হয়। নাইটজেট ট্রেনটি Tirol রাজ্যের ফ্রিটজেনসের কাছে টেরফেন টানেলের মধ্য দিয়ে ছুটে চলার সময় ট্রেনের পিছনে…