হবিগঞ্জ প্রতিনিধি: স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রণালয়’ প্রতিপাদ্য নিয়ে সারাদেশের মতো হবিগঞ্জের বাহুবল উপজেলার লামাতাসী ইউনিয়ন ভূমি অফিসে ভূমি সেবা সপ্তাহ শুরু হয়েছে।
সোমবার সকালে বাহুবল উপজেলায় ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রুহুল আমিন।
সোমবার দুপুরে লামাতাসী ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে দেখা যায়, সেখানে সেবা দিচ্ছেন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আয়েশা আক্তার। এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি সদস্য মোঃ ফুল মিয়া সহ কয়েকজন সেবাগ্রহীতা। তারা জানান, আমরা বর্তমানে কোন ধরনের ভোগান্তি ছাড়াই নামজারী, জমির খাজনা প্রদানসহ ভূমি সংক্রান্ত যাবতীয় সেবা সহজে পাচ্ছি।
এ বিষয়ে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আয়েশা আক্তার বলেন, আমরা ভূমি সেবা সপ্তাহে ই-মিউটেশন, অনলাইন ভূমি উন্নয়ন কর সহ ভূমি সংক্রান্ত সকল ধরনের সেবা দ্রুত প্রধানের চেষ্টা করবো। এতে লামাতাসী ইউনিয়নবাসীর সার্বিক সহযোগিতা কামনা করছি।
মোতাব্বির হোসেন কাজল/ইবিটাইমস