ভোলা প্রতিনিধি: ভোলার সদর উপজেলা থেকে মো. সোহেল (৩৫) নামে এক যুবকের প্যান্টের পকেট থেকে দেড় হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২২ মে) সকালের দিকে সদর উপজেলার তালতলি লঞ্চঘাট থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সোহেল বরিশাল জেলার বাবুগঞ্জ থানার চাঁদ পাশা গ্রামের আব্দুল হাকিমের ছেলে।
সদর উপজেলার ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. গোলাম মোস্তফা বলেন , গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সোহেলকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়। সোহেলের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। সে চট্টগ্রাম-ভোলা পথে মাদক সরবরাহ করতো।
মনজুর রহমান/ইবিটাইমস

























