শৈলকূপার অসহায় মানুষের পাশে আ.লীগ নেতা রাজু

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের শৈলকূপা উপজেলার ভাটবাড়িয়া গ্রামের অসহায় মানুষের মাঝে সুপেয় পানির জন্য টিউবওয়েল বিতরণ করেছেন ঝিনাইদহ-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী রেজাউল ইসলাম রাজু।
শুক্রবার(১৯ মে) সকালে ভাটবাড়িয়া গ্রামের অসহায় মানুষের মাঝে এ টিউবওয়েলগুলো বিতরণ করা হয়।
আওয়ামী লীগ নেতা রেজাউল ইসলাম রাজু জানান, বিগত ইউপি নির্বাচনের সময় দলীয় কোন্দলে ভাটবাড়িয়া গ্রামের এক ব্যক্তি হত্যাকাণ্ডের শিকার হয়। তারপরে ওই গ্রামের বাসিন্দাদের সর্বস্ব লুট করে নেয় প্রতিপক্ষরা। এমনকি ওই গ্রাম থেকে আনুমানিক ৫০টি টিউবওয়েল পর্যন্ত লুট করে নেয় তাঁরা। এতে গ্রামবাসীর মাঝে পানির জন্য হাহাকার সৃষ্টি হয়।
এমন খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পরলে বিষয়টা আমার দৃষ্টিগোচর হয়। স্থানীয় নেতাকর্মীদের সাথে নিয়ে গ্রামবাসীর মাঝে আজ টিউবওয়েলগুলো তুলে দেই।
উল্লেখ্য আওয়ামী লীগ নেতা রেজাউল ইসলাম রাজু গত কয়েকবছর ধরে উপজেলার অসহায়-সুবিধাবঞ্চিত ও নিপিড়ীত মানুষদের জন্য কাজ করে যাচ্ছেন।
শেখ ইমন/ইবিটাইমস 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »