ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়া সমাজসেবা অধিদপ্তর র্কর্তৃক বাস্তবায়িত পল্লী সমাজসেবা কার্যক্রমের আওতায় উপজেলার পাচটি প্রকল্প গ্রামের সদস্যদেরকে বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে চেক বিতরন অনুষ্ঠানে ৩২ জন নারী-পুরুষ ঋন গ্রহীতার মাঝে ১৩ লক্ষ ৫৫ হাজার টাকার চেক বিতরন করা হয়েছে।
উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ এমাদুল হক মনির প্রধান অতিথি হিসেবে সুদমুক্ত এ ঋন বিতরন করেন। উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস এম দেলোয়ার হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাঠালিয়া প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ ফারুক হোসেন খান ও ইউপি সদস্য এইচ এম নাসির উদ্দিন আকাশ। কাঠালিয়া উপজেলা সমাজসেবা কার্যালয় এ চেক বিতরন অনুষ্ঠানের আয়োজন করেন।
বাধন রায়/ইবিটাইমস/এম আর