১৫ দিন বিদেশ সফর শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলনে ‘নির্বাচনকালীন সরকার’ বিষয়ে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্য বিএনপির কাছে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ নয়
বাংলাদেশ ডেস্কঃ মঙ্গলবার (১৬ মে) বাংলাদেশ জাতীয়তাবাদীদলের (বিএনপি) নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ‘নির্বাচনকালীন সরকার হলেও বিএনপির সুযোগ নেই’ প্রধানমন্ত্রী এমন বক্তব্য প্রসঙ্গে জানতে চাইলে দলটির
মহাসচিব মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন,আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ‘নির্বাচনকালীন সরকার’ বিষয়ে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্য বিএনপির কাছে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ নয়। এটা নিয়ে বিএনপি ভাবছে না বলেও মন্তব্য করেছেন তিনি।
মির্জা ফখরুল আরও বলেন, আমরা রাজপথে যে লড়াই-সংগ্রাম করছি, সেটার লক্ষ্য একটা সত্যিকার অর্থেই প্রতিনিধিত্বমূলক সংসদ তৈরি করার জন্য। কিন্তু এই সরকার ক্ষমতায় থাকলে সেটা হবার কোনও সম্ভাবনা নেই। সেজন্যই আমরা বার বার বলেছি, আগামী জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে হবে।
তিনি বলেন, নির্বাচনকালীন সরকার আওয়ামী লীগ গঠন করবে কি করবে না, সেটা আমাদের কাছে কোনও ব্যাপারই না। আমরা একটা নিরপেক্ষ সরকার চাই। সেই নিরপেক্ষ সরকার অবশ্যই নির্দলীয় হতে হবে। সেই সরকারের মধ্যে কোনও দলীয় ব্যক্তি চাই না।
তিনি বলেন, নির্বাচনকালীন যে সরকারের কথা প্রধানমন্ত্রী বলছেন, তাতে সংসদে প্রতিনিধিত্বশীল দলগুলোর সুযোগ আছে। কিন্তু যেহেতু বিএনপি সংসদ থেকে পদত্যাগ করেছে, তাই বিএনপি প্রতিনিধির সেই সরকারে থাকার কোনও সুযোগ নেই। সংসদ থেকে পদত্যাগ করাটা বিএনপির ভুল ছিল না। তবে সেটা ছিল অত্যন্ত সঠিক সিদ্ধান্ত। এই সংসদ জাতির আশা পূরণে ব্যর্থ হয়েছে, সংসদে জাতির প্রতিনিধি ছিল না। কারণ এসব প্রতিনিধিরা মানুষের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত ছিলেন না।
কবির আহমেদ/ইবিটাইমস/এম আর