তুরস্কে ভোটের লড়াইয়ে এগিয়ে এরদোগান কিন্তু যেতে হচ্ছে দ্বিতীয় দফার নির্বাচনে
আন্তর্জাতিক ডেস্কঃ তুরস্কের নির্বাচনে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েফ এরদোগান এগিয়ে আছেন। ভোট গণনা শেষে তিনি ৪৯.৪৯ শতাংশ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী কামাল কিলিচদারোগলু পেয়েছেন ৪৪.৭৯ শতাংশ ভোট। অর্থাৎ প্রায় ৫ শতাংশ ভোট বেশি পেয়ে এগিয়ে রয়েছেন এরদোগান। কিন্তু তিনি নিজেও ৫০ শতাংশ ভোট নিশ্চিত করতে না পারায় এই নির্বাচন এখন দ্বিতীয় দফায় গড়াতে যাচ্ছে।
তবে তুরস্কে আগামী পাঁচ বছরও ক্ষমতায় থাকবেন বলে এরদোয়ান আশা প্রকাশ করেছেন। বিবিসি জানায়, তুরস্কে প্রেসিডেন্ট পদের জন্য লড়াই প্রায় নিশ্চিতভাবেই দ্বিতীয় ধাপে গড়াচ্ছে, আর এই লড়াইয়ে দুই প্রার্থীই বলছেন, বিজয় তাদের হাতে মুঠোয়।
বিশ বছর ধরে ক্ষমতাসীন প্রেসিডেন্ট রেচেপ তাইয়্যেপ এরদোগান তার দলের সদর দপ্তরের বারান্দায় দাঁড়িয়ে বলছেন, আগামী পাঁচ বছর ক্ষমতা যে তারই সেটা নিশ্চিত।
অন্যদিকে, তার প্রতিপক্ষ কামাল কুলুচদারুলুর জন্য এই নির্বাচনে জয় পাওয়ার জন্য সব হিসেব মিলে গেছে বলে দৃশ্যত মনে হচ্ছে। কিন্তু ভোটের অসম্পূর্ণ ফলাফলের জন্য প্রথম রাউন্ডে তিনি প্রেসিডেন্টের পেছনে পড়ে গেছেন।
এই দ্বিতীয় দফার ভোট আগামী দু’সপ্তাহের মধ্যে অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে মি. এরদোগান পেয়েছেন ৪৯.৪% ভোট, তার প্রতিদ্বন্দ্বী পেয়েছেন ৪৫% এরও কম ভোট। প্রথম পর্বে জিততে হলে প্রার্থীদের অন্যূন ৫০% ভোট পেতে হবে।
কবির আহমেদ/ইবিটাইমস