ঝালকাঠি জেলা উন্নয়ন সমন্বয় ও কর্ণধার কমিটির সভা অনুষ্ঠিত

ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম এর সভাপতিত্বে এই সভায় পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল, অতিরিক্ত পুলিশ সুপার মঈনুল হক, সিভিল সার্জন ডাঃ এইচ এম জহিরুল ইসলাম অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জুয়েল রানা, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক রুহুল আমীনসহ জেলা পর্যায়ের বিভাগীয় প্রধান, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় বিভিন্ন বিভাগের উন্নয়নমূলক কর্মকান্ডের পর্যালোচনা ও গৃহীত সিদ্ধান্তের অগ্রগতির বিষয়ে আলোচনা এবং ধারাবাহিকতা অব্যাহত রাখার উপর গুরুত্ব আরোপ করা হয়েছে।

এছাড়াও ঝালকাঠি জেলার আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য ভোট কেন্দ্রগুলির যোগাযোগ, সার্বিক সংস্কার ও পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার জন্য এখন থেকেই পরিকল্পনা ভিত্তিক কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে এবং সকল ইউ এন ও দের সরজমিনে কেন্দ্রগুলি পরিদর্শণ করে কি ধরণের ব্যবস্থা নিতে হবে তা জেলা প্রশাসনকে জানাতে বলা হয়েছে।

এছাড়াও ঝালকাঠির কালেক্টরেট স্কুল সংলগ্ন ডিসি পার্কটিতে রাতে বিভিন্ন বয়সের ছেলে-মেয়েরা অসামাজিকভাবে আড্ডা দেয়ায় পার্কটি বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অপর্যাপ্ত আলো এবং পার্কের আদল না থাকায় বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর থেকে রাত ১০টার পরে সেখানে কেউ খারাপ উদ্দেশ্য নিয়ে গেলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সভায় আরও ইকোপার্কসহ অন্যান্য পার্কগুলিতে পর্যবেক্ষণ জোড়ালো করার পুলিশকে অনুরোধ করা হয়েছে।

বাধন রায়/ইবিটাইমস 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »