ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির আলোচিত ইকোপার্কে স্ত্রী মোসাঃ সায়মা পারভিনকে (১৯) পরকিয়ার জেরে ক্রোধান্বিত ও ক্ষুব্দ হয়ে হত্যা করেছে স্বামী আলী ইমাম খান অনু (২৮)।
সোমবার সকাল ১০টায় স্বামী তাকে সাথে নিয়ে ইকোপার্কে যায় এবং ছুরি দিয়ে পেটে ও বুকে আঘাত করে ঘটনাস্থলে হত্যা করে মৃত্যুদেহ ইকোপার্কের পূর্বাংশে ফেলে রেখে যায় এবং এই ঘটনায় ঘটিয়ে সে নিজ ফেইসবুকে স্ত্রীকে হত্যা করার স্টাটাস দিয়ে পুলিশের কাছে গিয়ে আত্মসমর্পণ করে। আলী ইমাম খান (অনু) ঝালকাঠি জেলা ছাত্রলীগের সহ-সভাপতি।
আলী ইমাম খান (অনু) ঝালকাঠি শহরের ফকিরবাড়ি এলাকার দলিল লেখক নান্না খানের পুত্র এবং নিহত মোসাঃ সায়মা পারভীন একই এলাকার শাহাদাত তালুকদারের কন্যা। গত ২০২১ সালের ২ সেপ্টেম্বর পরিবারকে না জানিয়ে গোপনে বিবাহ রেজিষ্ট্রি করে। পরিবারের বাহিরে এসে মাঝে মাঝে ডেট করতো।
আলী ইমাম খান (অনু) জানায়, তার স্ত্রী পরকীয়ায় জড়িত ছিল এবং বিভিন্ন লোকের সাথে ফেইসবুকে অশ্লীল ভাষায় চ্যাট করতো এবং তাকে বারবার বারন করা সত্বেও সে পরিবর্তন না হওয়ায় ক্ষুব্দ হয়ে আলী ইমাম খান (অনু) এই হত্যার পরিকল্পনা করেন।
ঝালকাঠি অতিরিক্ত পুলিশ সুপার সদর এসপি সার্কেল মহিতুল ইসলাম জানান, এই হত্যা স্ত্রীর আচরণগত স্বভাবে ক্রোধান্বিত ও ক্ষুব্দ হয়ে এ ঘটনা ঘটানোর পরে অনুশোচনার কারণে সে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে। তারা দুজনেই একসময় পরস্পরকে ভালবেসে পরিবারের অগোচরেই বিয়ে করে স্বামী স্ত্রীর মত থাকতো।
বাধন রায়/ইবিটাইমস