ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠিতে ঘুর্ণিঝড় মোখা মোকাবেলায় জনগনের জানমালের ক্ষতি কমাতে ঝালকাঠিতে নিয়ন্ত্রণকক্ষ খোলার পাশাপশি প্রাথমিকভাবে ৬১ টি সাইক্লোন শেল্টার ও ৬০০টি শিক্ষা প্রতিষ্ঠান প্রস্তুত রাখা হয়েছে।
জেলার ৪টি উপজেলার ৩২টি ইউনিয়নে এই সকল কেন্দ্রগুলিতে ৮০ হাজার মানুষকে আশ্রয় দেয়া যাবে। পাশাপাাশি জেলায় ৩৬টি মেডিকেল টিম গঠন করে ১৬০ জন রেড ক্রিসেন্টের প্রশিক্ষণপ্রাপ্ত কর্মী পানি উন্নয়ন বোর্ডের বেরিবাধ রক্ষায় ২৬ হাজার প্রতিরক্ষা ব্যাগ প্রস্তুত রাখা হয়েছে।
এছাড়া আশ্রয়কেন্দ্রসহ দুযোর্গকালীন পর্যাপ্ত শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে। শনিবার সকাল ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক জরুরী সভায় এ তথ্য জানানো হয়।
জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার আফরুজুল হক টুটুল, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, সিভিল সার্জন এইচ এম জহিরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসকগণসহ, জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম জানান, ঘূর্ণিঝড় মোখার কারণে জানমালের ক্ষতি কমাতে ঝালকাঠি জেলা প্রশাসনসহ জেলার সকল বিভাগের কর্মকর্তা কর্মচারীসহ ছুটি স্থগিত করে ষ্টেশনে থেকে সব ধরণের প্রস্তুতি নেয়া হয়েছে। তবে সকলকেই এই রকম এক পরিস্থিতি মোকাবেলায় আন্তুরিকভাবে কাজ করতে হবে। সবকটি উপজেলায় বিভিন্ন বিভাগের ওজোপাডিকো, পল্লিবিদুৎ, স্বাস্থ্যবিভাগসহ বিভিন্ন বিভাগের কন্ট্রোলরুম খোলা হয়েছে।
বাধন রায়/ইবিটাইমস/এম আর