পিরোজপুর প্রতিনিধি: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেছেন, ‘স্মার্ট বাংলাদেশের প্রতিটি নাগরিককে স্মার্ট হতে হবে। আর উদ্ভাবনী, সাহসী ও বুদ্ধিদীপ্তর মাধ্যমে আমরা নিজেকে স্মার্ট হিসাবে পরিচিতি করতে পারি। যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব নির্যাতিত মায়েদের জন্য পূনর্বাসনের ব্যাবস্থা করেছিলেন। শিক্ষিত সামর্থবান মায়েদেরই নয় যারা ধর্ষিতা, নির্যাতিতা, যাদের পরিচয় দিতে এবং পরিবার দ্বায়িত্ব নিতে অস্বীকার করেছিলেন বঙ্গমাতা তাদের জন্য পূনর্বাসনের ব্যবস্থা করেছিলেন। বঙ্গবন্ধু তাদেরকে চিকিৎসার ব্যবস্থা করান। ফলে সেই যে মমত্ববাধ, দেশের প্রতি টান, মানবতাবোধ যদি কোন রাজনৈতিক নেতার মধ্যে না থাকে তাহলে তার রাজনীতি করার কোন অর্থই থাকেনা। নির্যাতিত ও ধর্ষিতা ওই সব নারীরা যখন তাদের গর্ভের সন্তানদের নাম পরিচয় দিতে পারছিলনা, তখন বঙ্গবন্ধু তাদেরকে বলে দিলেন, তোমরা পিতার নামে লিখে দাও শেখ মুজিবুর রহমান আর ঠিকানা বললেন, ধানমন্ডি ৩২ নম্বর’।
পিরোজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমানের সভাপতিত্বে শনিবার (১৩মে) প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক পিরোজপুরে আইডিয়া প্রকল্পের আওতায় স্মার্ট নারী উদ্যোক্তাদের মধ্যে অনুদানের চেক বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
পরে মন্ত্রী জেলার তিনটি সংসদীয় আসনের মোট ১৫ জন স্মার্ট নারী উদ্যোক্তাদের প্রতেককে ৫০ হাজার টাকা করে মোট ৭ লাখ ৫০ হাজার টাকার আর্থিক সহায়তার চেক বিতরন করেন। আমাদের সময় জেলার মঠবাড়িয়া উপজেলা প্রতিনিধি ইসরাত জাহান মমতাজ একজন স্মার্ট নারী উদ্যোক্তা হিসাবে চেক গ্রহন করেছেন।
অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান সালমা রহমান হ্যাপী, উপজেলা চেয়ারম্যান মজিবুর রহমান খালেক, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক অ্যাডভোকেট কানাইলাল বিশ্বাসসহ ১৫ জন স্মার্ট নারী উদ্যোক্তা এবং বিভিন্ন দপ্তরের প্রধানগন এবং মন্ত্রনালয়ের বিভিন্ন কর্মকর্তাগন ।
পরে মন্ত্রী পিরোজপুর-নাজিরপুর বাইপাস সড়কে ‘শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার, পিরোজপুরের স্থান পরিদর্শন করেন।
এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস/এম আর