ভোলা প্রতিনিধি: ভোলার বোরহানউদ্দিনে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজের ১ দিন পরে বৃদ্ধ মোঃ হানিফ চৌকিদার (৬৫) এর মৃতদেহ উদ্ধার করা হয়েছে ৷
বুধবার(১০মে) সকাল ৮টার দিকে ঘটনা স্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরে বোরহানউদ্দিনের জয়া খালের মাথা থেকে তার লাশ উদ্ধার করা হয় ৷এর আগের দিন দুপুরের দিকে পৌর ৯নং ওয়ার্ডের জমদ্দার বাড়ী পাশে বোরহানউদ্দিন খালে এ ঘটনা ঘটে ৷ পরে বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত পুলিশ, ফায়ার সার্ভিস ও তাদের ডুবুরী দল তাকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হন ৷
প্রতক্ষদর্শী নিজাম মৃধা জানান, সকাল ৮টার দিকে স্থানীয়রা তার লাশ পানিতে ভাসতে দেখে পরিবারকে খবর দিলে পরিবারের লোকজন এসে লাশ উদ্ধার করে বাড়ীতে নিয়ে যান ৷
নিহত হানিফ চৌকিদার দীর্ঘ কয়েক বছর ধরে পৌর ৯নং ওয়ার্ডে পরিবার নিয়ে বসবাস করে আসছিলেন ৷ সে দেউলা ইউনিয়নের মৃত আকরাম আলী চৌকিদারের ছেলে ৷
বোরহানউদ্দিন উপজেলা ফায়ার সার্ভিস অফিসের স্টেশন অফিসার রুহুল আমিন জানান, গতকাল আমরা ও বরিশাল থেকে নিয়ে আসা আমাদের ডুবুরি দল নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারের চেষ্টা চালিয়ে তার সন্ধান পাইনি ৷ আজ সকালে পরিবার কর্তৃক তার লাশ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে যাই ৷
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনির হোসেন মিয়া ঘটনা সততা নিশ্চিত করে বলেন, গতকাল অনেক খোঁজাখুঁজি করে তাকে পাওয়া যায়নি। তবে আজ সকালে তাকে মৃত অবস্থায় উদ্ধার করেছে তার পরিবার৷ ঘটনাস্থলে পুলিশ রয়েছে ৷ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন ৷
মনজুর রহমান/ইবিটাইমস