পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের নাজিরপুরে রাস্তাকাটা মামলায় বিএনপির ৪২ নেতা-কর্মীকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।
বুধবার (১০ মে) পিরোজপুর জেলা দায়রা জজ আদালতের বিচারক মো. মুহিদুজ্জামান এ রায় প্রদান করেন।
জানা গেছে, গত ২০১৮ সালের ২৬ ডিসেম্বর রাতে উপজেলার শাঁখারীকাঠী ইউনিয়নের শাঁখারীকাঠী গ্রামের নিক্সন বৈরাগীর বাড়ি সংলগ্ন মাটির রাস্তা কাটার অভিযোগ করে নাজিরপুর থানার এসআই মো. জসিম উদ্দিন বাদী হয়ে উপজেলা বিএনপির তৎকালিন সভাপতি ও সম্পাদক সহ বিএনপি ও ছাত্রদলের ১৭ জনকে নামীয় এবং দুইশত অজ্ঞাত নেতা-কর্মীর নামে মামলা দায়ের করেন। পরবর্তীতে ৪২ জনের নামে চার্জ শিট প্রদান করা হয়।
আসামী পক্ষের আইনজীবী এ্যাড. আবুল কালাম আকন জানান, মামলাটির অভিযোগ রাষ্ট্রপক্ষ কর্তৃক সত্য প্রমানিত না হওয়ায় আদালত সকল আসামীকে বেকসুর খালাস দিয়েছেন।
এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস