অস্ট্রিয়ায় বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত আসাদ আলম সিয়াম

বাংলা‌দেশ মিশনসমূ‌হের মহাপরিদর্শক আসাদ আলম সিয়ামকে অস্ট্রিয়ার নতুন রাষ্ট্রদূত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার

ইউরোপ ডেস্কঃ মঙ্গলবার (৯ মে ) পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুক পেইজে এক বার্তায় এবং অস্ট্রিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও স্থায়ী মিশন অফিসের অফিসিয়াল ফেসবুক পেইজে এক স্ট্যাটাসের মাধ্যমে এই তথ‌্য জানানো হ‌য়ে‌ছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্ট্যাটাসে বলা হয়েছে ১৯৯৫ সালে ফরেন সার্ভিসে যোগ দেওয়া আসাদ আলম সিয়াম পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বিদেশে বাংলা‌দেশ মিশনসমূ‌হে গুরত্বপূর্ণ পদে দায়িত্ব পালন ক‌রে‌ছেন। বর্তমানে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ইন্সপেক্টর জেনারেল অব মিশনের (অতিরিক্ত সচিব) হিসাবে কর্মরত আছেন।

তিনি অস্ট্রিয়ায় বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পাওয়ার ফলে পূর্ববর্তী রাষ্ট্রদূত মুহাম্মদ আবদুল মুহিতের স্থলাভিষিক্ত হবেন। রাষ্ট্রদূত মুহিত বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘে বাংলা‌দেশের স্থায়ী প্রতিনিধির দায়িত্ব পালন করছেন। তিনি চলে যাবার পর দীর্ঘদিন যাবত এই পদটি খালি ছিল। দূতাবাস ও স্থায়ী মিশন প্রধান রাহাত বিন জামান ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত বা চ্যার্জ দ্য এফেয়ার্সের দায়িত্ব পালন করে আসছেন।

ভিয়েনায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও স্থায়ী মিশনের ফেসবুক পেইজে বলা হয়েছে,অস্ট্রিয়া নিযুক্ত নতুন রাষ্ট্রদূত আসাদ আলম সিয়াম বাংলাদেশের একজন অভিজ্ঞ কূটনীতিক, যিনি বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস)-ফরেন অ্যাফেয়ার্স ক্যাডারের ১৫তম ব্যাচের সদস্য।

১৯৯৫ সালে চাকরিতে যোগদান করে, তিনি দেশে এবং বিদেশে ব্যাপকভাবে সেবা করেছেন। সদর দফতরে, তিনি পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র সচিবের অফিসে পরিচালক হিসেবে এবং ইউরোপ ও ইইউ শাখায় মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ফরেন সার্ভিস একাডেমির প্রধান প্রটোকল এবং রেক্টরও ছিলেন।

বিদেশে, তিনি ব্যাংকক, জাকার্তা এবং ম্যানচেস্টারে বাংলাদেশ মিশনে দায়িত্ব পালন করেছেন। তিনি ছিলেন ইতালির মিলানে বাংলাদেশের প্রথম কনসাল জেনারেল এবং ফিলিপাইন ও পালাউতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসাবেও দায়িত্ব পালন করেছেন।

নব নিযুক্ত রাষ্ট্রদূত সিয়াম বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে স্থাপত্যে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরে, তিনি নেদারল্যান্ডসের মাস্ট্রিচ স্কুল অফ ম্যানেজমেন্ট থেকে এমবিএ করেন। ব্যক্তিগত জীবনে রাষ্ট্রদূত সিয়াম বিবাহিত এবং এক কন্যা সন্তানের জনক।

অস্ট্রিয়া ও বাংলাদেশ থেকে যৌথভাবে প্রকাশিত অনলাইন পত্রিকা ইউরো বাংলা টাইমসের পক্ষ থেকে অস্ট্রিয়ায় নিযুক্ত বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত আসাদ আলম সিয়ামের প্রতি রইল অভিনন্দন ও শুভেচ্ছা।

কবির আহমেদ/ইবিটাইমস/এম আর  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »