
মুদ্রাস্ফীতি সত্ত্বেও অস্ট্রিয়ায় Lidl এ মূল্য হ্রাস ঘোষণা
মুদ্রাস্ফীতি সত্ত্বেও,জার্মানি ভিত্তিক Lidl অস্ট্রিয়া একের পর এক মূল্য হ্রাসের কথা জানিয়েছে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা থেকে প্রকাশিত ফ্রি মেট্রো পত্রিকা Heute জানিয়েছে,বছরের শুরু থেকে এই পর্যন্ত সুপারমার্কেট Lidl অস্ট্রিয়া ২৫০টির বেশী পণ্যের দাম কমিয়েছে। Lidl অস্ট্রিয়া আবারও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানোর কথা জানিয়েছে বলে পত্রিকাটি জানিয়েছে। এপ্রিলের শুরুতে প্রায় ৩০টি প্রচলিতভাবে উৎপাদিত দুগ্ধজাত পণ্যের দাম শতকরা…