ভিয়েনা ০৫:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

কাউখালীতে নদী ভাঙ্গন রক্ষার দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:৩৮:৫৮ অপরাহ্ন, সোমবার, ৮ মে ২০২৩
  • ১৬ সময় দেখুন

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের কাউখালীতে নদী ভাঙ্গন রোধের দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। সোমবার (০৮ মে) সকাল ১১টা থেকে বেলা ১২টা পর্যন্ত উপজেলা নদী ভাঙ্গন এলাকায় প্রায় এক কিলোমিটার লম্বা মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

জানা গেছে, উপজেলার পূর্ব আমরাজুরি ও মাগুরা গ্রামবাসী সহ সর্বস্তরের জনসাধারণের আয়োজনে, আমরাজুরী ফেরিঘাট, আমরাজুরী বাজার সহ বিভিন্ন স্থাপনা সন্ধ্যা নদীর ভাঙ্গনের ফলে কাউখালী টু শেখেরহাট ঝালকাঠি সড়কের রাস্তা সন্ধ্যা নদী গর্ভে বিলীন হওয়ায় বাইপাস সড়কটি উন্নয়নের নামে অনুপযোগী করে ফেলা রাখার প্রতিবাদে নদী ভাঙ্গন এলাকায় ওই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধন কর্মসূচিতে ব্যবসায়ী, পথচারী,এলাকাবাসী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী সহ সর্বস্তরের জনসাধারণ অংশগ্রহণ করেন। ওই মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, আমরাজুরী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শেখ শামসুদ্দোহা, সাবেক ইউপি সদস্য আমিনুল ইসলাম, কাউখালী উন্নয়ন পরিষদের সভাপতি আব্দুল লতিফ খসরু, আমরাজুরী বাজার কমিটির সভাপতি কয়েশ হাওলাদার, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহ জামান তালুকদার, ব্যবসায়ী নেতা কাউসার জামিল দ্বীপ, ফেরি ঘাট জামে মসজিদের ইমাম গাজী আনোয়ার হোসেন, শিক্ষার্থী মাইয়াজ ইসলাম প্রমুখ।

স্থানীয় বাজার কমিটির সভাপতি কায়েস হাওলাদার জানান, নদী ভাঙ্গনে গত এক বছরে প্রায় অর্ধশতাধিক দোকান নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ব্যবসায়ী ইকবাল হোসেন জানান, গত এক মাসে পাঁচবার দোকান স্থানান্তর করা হয়েছে।

কাউখালী উন্নয়ন পরিষদের সভাপতি আব্দুল লতিফ খসরু বলেন, আগামী এক মাসের মধ্যে কোন পদক্ষেপ না নেওয়া হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।

আমরাজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন জানান, আমরা বিভিন্ন পদক্ষেপ গ্রহন করেও নদী ভাঙ্গন রোধ করতে পারছি না। এর সমাধানের জন্য আমরা স্থানীয় সংসদ সদস্য সহ বিভিন্ন স্থানে যোগাযোগ রক্ষা করছি।

এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস/এম আর 

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

কাউখালীতে নদী ভাঙ্গন রক্ষার দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত

আপডেটের সময় ০২:৩৮:৫৮ অপরাহ্ন, সোমবার, ৮ মে ২০২৩

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের কাউখালীতে নদী ভাঙ্গন রোধের দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। সোমবার (০৮ মে) সকাল ১১টা থেকে বেলা ১২টা পর্যন্ত উপজেলা নদী ভাঙ্গন এলাকায় প্রায় এক কিলোমিটার লম্বা মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

জানা গেছে, উপজেলার পূর্ব আমরাজুরি ও মাগুরা গ্রামবাসী সহ সর্বস্তরের জনসাধারণের আয়োজনে, আমরাজুরী ফেরিঘাট, আমরাজুরী বাজার সহ বিভিন্ন স্থাপনা সন্ধ্যা নদীর ভাঙ্গনের ফলে কাউখালী টু শেখেরহাট ঝালকাঠি সড়কের রাস্তা সন্ধ্যা নদী গর্ভে বিলীন হওয়ায় বাইপাস সড়কটি উন্নয়নের নামে অনুপযোগী করে ফেলা রাখার প্রতিবাদে নদী ভাঙ্গন এলাকায় ওই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধন কর্মসূচিতে ব্যবসায়ী, পথচারী,এলাকাবাসী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী সহ সর্বস্তরের জনসাধারণ অংশগ্রহণ করেন। ওই মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, আমরাজুরী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শেখ শামসুদ্দোহা, সাবেক ইউপি সদস্য আমিনুল ইসলাম, কাউখালী উন্নয়ন পরিষদের সভাপতি আব্দুল লতিফ খসরু, আমরাজুরী বাজার কমিটির সভাপতি কয়েশ হাওলাদার, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহ জামান তালুকদার, ব্যবসায়ী নেতা কাউসার জামিল দ্বীপ, ফেরি ঘাট জামে মসজিদের ইমাম গাজী আনোয়ার হোসেন, শিক্ষার্থী মাইয়াজ ইসলাম প্রমুখ।

স্থানীয় বাজার কমিটির সভাপতি কায়েস হাওলাদার জানান, নদী ভাঙ্গনে গত এক বছরে প্রায় অর্ধশতাধিক দোকান নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ব্যবসায়ী ইকবাল হোসেন জানান, গত এক মাসে পাঁচবার দোকান স্থানান্তর করা হয়েছে।

কাউখালী উন্নয়ন পরিষদের সভাপতি আব্দুল লতিফ খসরু বলেন, আগামী এক মাসের মধ্যে কোন পদক্ষেপ না নেওয়া হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।

আমরাজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন জানান, আমরা বিভিন্ন পদক্ষেপ গ্রহন করেও নদী ভাঙ্গন রোধ করতে পারছি না। এর সমাধানের জন্য আমরা স্থানীয় সংসদ সদস্য সহ বিভিন্ন স্থানে যোগাযোগ রক্ষা করছি।

এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস/এম আর