পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরে কাউখালীতে দায়িত্ব অবহেলার কারণে দুই শিক্ষক বহিষ্কার। সোমবার (০৮ মে) উপজেলার কেন্দ্রীয় আলিম মাদরাসা কেন্দ্রে অনুষ্ঠিত দাখিল পরীক্ষায় তাদের বহিষ্কার করা হয়। বহিষ্কৃত ওই দুই শিক্ষকরা হলেন উপজেলার শিক্ষক দারুস সুন্নত কামিল মাদরাসার আইসিটি শিক্ষক মোঃ আসাদুজ্জামান ও বিজয়নগর আলিম মাদরাসার শরীরচর্চা শিক্ষক প্রসাদ কুমার মন্ডল। ওই কেন্দ্রের সচিব মাওলানা হোসাইন আহমেদ ওই শিক্ষককে বহিষ্কারের তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ওই দিন সকালে দাখিল পরীক্ষার আকাইদ ও ফিকাহ বিষয় পরীক্ষা চলাকালীন সময় দুই শিক্ষক তাদের দায়িত্ব অবহেলার কারণে পরীক্ষার কক্ষে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহের নিগার সুলতানা পরীক্ষা কেন্দ্র পরিদর্শন এসে বিষয়টি দেখেন। কেন্দ্রের কেন্দ্র সচিব মাওলানা হোসাইন আহমেদকে ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দেখে তাকে (কেন্দ্র সচিব) ওই কক্ষে দায়িত্বপ্রাপ্ত দুই শিক্ষককে পরীক্ষা সংক্রান্ত সকল প্রকার দায়িত্ব থেকে বহিষ্কার করার নির্দেশ প্রদান করেন। কেন্দ্র সচিব মাওলানা হুসাইন আহমেদ বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের বহিষ্কার করা হয়েছে।
এ বিষয়ে জানতে ওই দুই শিক্ষকের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের মুঠোফোন বন্ধ থাকায় তাদের সাথে যোগাযোগ করা সম্ভব হয় নি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা জানান, ওই দুই শিক্ষক তাদের উপর দেয়া কক্ষ তদারকির কাজ অবহেলা হওয়ায় পরীক্ষায় বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। তাই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলা হয়েছে।
এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস