ভোলা প্রতিনিধি: ভোলার চরফ্যাশনে নদী থেকে এক অজ্ঞাত নারীর শিকলবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৪ মে) উপজেলার শশিভূষণ থানার মায়া নদী থেকে সকাল ৯টার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছেন।
শশিভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান পাটোয়ারী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ওই নারীর এক পা শিকলবন্দী। হয়তো ওই নারী মানসিক ভারসাম্যহীন অথবা যে কেউ তাকে হত্যার উদ্দেশ্যে শিকলবন্দী করে নদীতে ফেলে দিয়েছে। তবে ওই নারীর পরিচয় এবং ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর এ মৃত্যুর প্রকৃত কারণ শনাক্ত করা সম্ভব।
তিনি আরও জানান, অজ্ঞাত নারীর বয়স ২৫ কিংবা ২৬ বছর। লাশের এক পা শিকলবন্দী ছিল। পড়নে কালো সেলোয়ার-কামিজ রয়েছে। লাশটি ৫-৬ দিন আগের হতে পারে।
মনজুর রহমান/ইবিটাইমস