হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে শ্যামলী বাসের ধাক্কায়ে আব্দুর রহমান কালা মিয়া (৬৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বুধবার বেলা ১২:৩০ মিনিটে ঢাকা-সিলেট মহাসড়কের নুরপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুর রহমান কালা মিয়া শায়েস্তাগঞ্জ উপজেলার পশ্চিম নসরতপুর গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর কাঠালতলি নামক স্থানে, ঢাকা গামী শ্যামলী পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেল আরোহীকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এসময় বিক্ষুব্ধ জনতা দুর্ঘটনা কবলিত স্থানটিতে গতি রোধক স্থাপনের দাবিতে ১ ঘন্টা মহাসড়ক অবরোধ করে রাখেন। পরে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজমুল হক কামাল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে যান চলাচল স্বাভাবিক করা হয়।
মোতাব্বির হোসেন কাজল/ইবিটাইমস