আগুনের কারন ও ক্ষয়ক্ষতি নিরুপনে জেলা প্রশাসনের তদন্ত কমিটি
পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালী শহরের পুরান বাজার এলাকার মিঠাপুকুর পাড় ও টাউন স্কুল সংলগ্ন এলাকায় লাগা আগুন নিয়ন্ত্রনে এনেছে ফায়রা সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সদস্যরা। বুধবার সন্ধ্যা পৌনে ৬ টায় লাগা এ আগুন রাত সোয়া ৯ টায় নিয়ন্ত্রনে আসে। এতে বেশে কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান সহ আশ পাশের কয়েকটি আবাসিক ভবনও ক্ষতিগ্রস্থ হয়েছে। তবে কি ধরনের ক্ষয় ক্ষতি হয়েছে তার সঠিক পরিসংখ্যান পেতে বৃহস্পতিবার সকাল হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এদিকে আগুনের সূত্রপাত ও অগ্নিকান্ডের কারন সহ ক্ষয়-ক্ষতি নিরুপনে জেলা প্রশসনের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
পটুয়াখালী ফায়ার সার্ভিস সহকারী পরিচালক আমিরুল ইসলাম বলেন, সন্ধ্যা ৬টা ১০ মিনিটে প্রথ আমরা আগুন লাগার সংবাদ পাই। প্রথমে পটুয়াখালী সদর ফায়ার স্ট্রেশন এবং পটুয়াখালী নদী ফায়ার স্ট্রেশন অঅগুন নিয়ন্ত্রনে কাজ করে। পরবর্তীতে মির্জাগজাঞ্জ, আমতলি, বেতাগী , কলাপাড়া, বাউফল, বাকেরগঞ্জ এবং বরিশাল ফায়ার স্ট্রেশন সহ মোট ৯টি ইউনিট চেষ্টা চালিয়ে রাত ১০ টা ৬ মিনিটে আগুন নির্বাপন করি। আগুন লাগার প্রকৃত কারণ এখনই বলা যাচ্ছে না। তদন্ত করে আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতি সম্পর্কে বলঅ যাবে।
অগ্নিকান্ডের ঘটনাস্থলে উপস্থিত পটুয়াখালীর পুলিশ সুপার মোহম্মদ সাইদুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘এখানে ফায়ার সার্ভিসের পাশপাশি, পুলিশ, আনসার ও বিভিন্ন সেচ্ছাসেবকরাও কাজ করেছে। শুরু থেকেই পুলিশ সদস্যরা উৎসুক জনতাকে নিরাপদ দূরত্বে সরিয়ে দিয়েছে, যাতে করে ফায়ার সার্ভিস সহ সেবা প্রদানকারী সংস্থা গুলো নির্বিঘেœ তাদের কাজ করতে পারে। এখানে পানির উৎস না থাকায় পানি দিতে গিয়ে ফায়রা সার্ভিস সদস্যদের কিছুটা সমস্যার মুখোমুখি হতে হয়। পাশেই মিঠা পুকুর থাকলেও গতকাল পুকুরের পানি সেচ করে পুকুরটি শুকানো হয়েছে। ফলে পানি পুকুরের তলানিতে থাকায় এই পানির সাথে কাদা মাটি চলে আসায় কিছুটা সমস্যা হচ্ছিল। সে কারনে কিছুটা দূরে নদী থেকে পানি এনে আগুন নিয়ন্ত্রনের কাজ শুরু করা হয়। আমরা পাশ^বর্তী ভবন থেকে আটকে পরা বাসিন্ধাদের নিরপদে উদ্ধার করেছি। ফলে কোন ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। আমাদের একজন পুলিশ সদস্য এবং এজন ফায়ারা সার্ভিস সদস্য সামান্য আহত হয়েছেন।’
পটুয়াখালীর জেলা প্রশাসক মোঃ শরীফুল ইসলাম বলেন, অগ্নিকান্ডের ঘটনা তদন্তের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি তদন্ত করে দেখবে কিভাবে আগুন লাগলো। এ ছাড়া ক্ষয়-ক্ষতি ও ক্ষতিগ্রস্তদের একটি তালিকা তৈরী করা হবে। পরবর্তীতে সরকারী ভাবে তাদের কি সহযোগীতা করা যায় সে বিষয়ে পদক্ষেপ নেয়া হবে।’
আব্দুস সালাম আরিফ/ইবিটাইমস/এম আর