হবিগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ সমীর চন্দ বলেছেন, বাংলাদেশের কৃষকদের ভাগ্য উন্নয়নে জননেত্রী শেখ হাসিনার কোন বিকল্প নেই।
তিনি আজ হবিগঞ্জের বানিয়াচঙ্গে জেলা কৃষকলীগ আয়োজিত ধানকাটা উৎসব ও আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। হবিগঞ্জ জেলা কৃষকলীগের সভাপতি হুমায়ুন কবির রেজা অন্যান্যের মাঝে বক্তব্য দেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দেশব্যাপী দলীয় নেতাকর্মীদের বোরো ধান কাটতে কৃষকদের সহযোগিতার অংশ হিসেবে কৃষকলীগের কেন্দ্রীয় সভাপতি এই কার্যক্রমে অংশ নেন। হবিগঞ্জ জেলা কৃষকলীগের নেতাকর্মীরা বৈশাখের শুরু থেকেই কৃষকদের ধান কাটায় সহযোগিতা করে আসছে।
সমীর চন্দ বলেন, বিএনপি-জামায়াত জোট সরকারের সময়ে কৃষকদের গুলি করে হত্যা করা হয়েছিল। আর শেখ হাসিনার সরকার কৃষকদের সহায়তায় হাজার হাজার কোটি টাকা ভর্তুকি দিয়ে আসছে।
মোতাব্বির হোসেন কাজল/ইবিটাইমস