পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের নাজিরপুরে কাভার্ড ভ্যানের চাপায় মুফতি মো. মাহমুদুল হাসান (৩০) নামের এক মোটর সাইকেল চালক এক মাদরাসা শিক্ষকের মৃত্যু হয়েছে । এ সময় ওই মোটর সাইকেল আরোহী আলী হোসাইন (৩১) নামের অন্য এক শিক্ষক গুরুতর আহত হয়েছেন। গুরুতর আহত ওই শিক্ষককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল হাসপাতালে প্রেরন করেন। চিকিৎসাদিন অবস্থায় তার মৃত্যু হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (০২ মে) পিরোজপুর- পাটগাতি সড়কের নাজিরপুর উপজেলার শাখাঁরীকাঠি ইউনিয়নের নতুন রাস্তার মহাসনি মাস্টার দোকানের সামনের । নিহত মুফতি মাহমুদুল হাসান নাজিরপুর উপজেলার শাঁখারীকাঠীর ইউনিয়নের কাটাবুনিয়া কওমী মাদ্রসার প্রধান শিক্ষক ও দেউলবাড়ি ইউনিয়নের শামসুল হকের ছেলে। গুরুতর আহত আলী হোসাইন একই মাদ্রাসার শিক্ষক এবং মাদারীপুর জেলার আব্দুল আলিমের ছেলে।
প্রত্যক্ষদর্শী স্থানীয় ব্যবসায়ী সোহেল গাজী জানান, ওই দিন সকাল ৯ টার দিকে ওই রাস্তার দক্ষিন দিক থেকে মটরসাইকেলে করে দুই হুজুর টুংগিপাড়ার দিকে যাচ্ছিলেন । এসময় বিপরীত উত্তর দিক দিয়ে আসা ‘সুন্দরবন কুরিয়ার সার্ভিস’ এর একটি কাভার্ডভ্যান ( ঢাকা মোট্রো উ ১৪-২৩৫২) মুখামুখি সংঘর্ষে হয়। এতে ঘটনা স্থলে মটরসাইকেল চালক মাহামুদুল হাসানের মৃত্যু হয় এবং অপর আরোহী আলী হোসাইন গুরুতর আহত হন।
তিনি আরো জানান, এ সময় কাভার্ড ভ্যানের চালক গাড়িটি ফেলে রেখে পালিয়ে যান। পরে স্থানীয় চোয়ারম্যানের মাধ্যমে নাজিরপুর থানা পুলিশকে বিষয়টি জানান।
নিহতের ভাই ও ওই মাদ্রাসার শিক্ষক হাফেজ হোসাইন আহম্মেদ জানান, সকালে মোটর সাইকেলে মাদ্রাসার ছাত্রদের জন্য কিতাব ( বই ) কেনার জন্য টুংগিপাড়ার গহরডাঙ্গা কওমী মাদ্রাসায় যাচ্ছিল । যাওয়ার সময় নতুন রাস্তা নামক স্থানে কাভার্ড ভ্যান চাপায় তার বড় ভাই ও মাদ্রাসার প্রধান শিক্ষক নিহত হন এবং অপর শিক্ষক গুরুতর আহত হন ।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কতর্ব্যরত ডাক্তার দীপান্বিত দেবনাথ জানান, সকালে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত এক মাদ্রাসা শিক্ষককে নিয়ে আসলে তাকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল হাসপাতালে প্রেরন করা হয়। চিকিৎসাদিন অবস্থায় তার মৃত্যু হয়।
নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হামায়ুন কবির জানান, সংবাদ পেয়ে সেখানে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য প্রেরন করা হয়েছে। মামলা দায়ের প্রক্রিয়াধীন ও ঘাতক কাভার্ড ভ্যানটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে। তাকে আটকের চেষ্টা চলছে।
এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস