ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের মহেশপুরে ট্রাক চাপায় রাফেজা খাতুন ( ৫০ ) নামে এক নারী নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার সকালে উপজেলার সীমান্তবর্তী সামন্তা বাজারের ডাকবাংলা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তিনি বাগদিররাইট গ্রামের আফসার মন্ডলের মেয়ে।
মহেশপুর থানার ওসি মোঃ শামীম উদ্দিন জানান, পার্শবর্তী বাগদির আইট গ্রামের রাফেজা খাতুন ডাকবাংলা মোড়ে দাড়িয়ে ছিলেন। এসময় হেলপার বিহীন বালি বোঝায় ট্রাকটি পেছনের দিকে চলতে থাকে। এতে চাপা পড়ে ঘটনাস্থলেই পিষ্ট হয়ে ওই নারীর মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে যায়।
শেখ ইমন/ইবিটাইমস