ভিয়েনা ০৩:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ইউপি চেয়ারম্যান পদের উপ-নির্বাচন; নাজিরপুরে ৬ প্রার্থীর মনোনয়ন পত্র জমা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:১৬:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০২৩
  • ১৩ সময় দেখুন

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের নাজিরপুর উপজেলার সদর ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান ৬ প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

বৃহস্পতিবার ( ২৭ এপ্রিল) মনোনয়ন পত্র জমা প্রদানের শেষদিনে তারা মনোনয়ন পত্র জমা দেন।

জেলার নাজিরপুর উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, উপজেলার সদর ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমাদানের শেষ দিনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসাবে মো. তানভীর হাসান ডালিম, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন মনোনীত মো. এজাজ খান, স্বতন্ত্র
প্রার্থী হিসাবে উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও জাতীয় পার্টি (এরশাদ) নেতা মোহম্মাদ আলী সিকদার, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক চঞ্চল কান্তি বিশ্বাস, জাতীয় পার্টির উপজেলা সাধারন সম্পাদক আরিফুর রহমান খান টুবুল, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রাসেল
সিকদার এ ৬ প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা ও ওই নির্বাচনের রিটানিং কর্মকর্তা মো. শাহীন শরীফ জানান, মনোনয়ন দাখিলের শেষ দিন বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বিকাল বিকাল ৪টা পর্যন্ত ওই ৬ জনে মনোনয়ন পত্র দাখিল করেন। আগামী ৩০ এপ্রিল তাদের মনোনয়ন পত্র বাছাই, ৮ মে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন এবং ২৫ মে ভোট গ্রহনের তারিখ ঘোষনা করা হয়েছে।

ওই ইউনিয়নের ১৬ হাজার ৮৪৫ জন ভোটারের মধ্যে ৮ হাজার ৪৫৬ জন পুরুষ এবং ৮ হাজার ৩৮৯জন নারী ভোটার ৯ টি কেন্দ্রে ইভিএমের মাধ্যমে ভোট প্রদান করবেন।

উল্লেখ্য, এর আগে গত ১ নভেম্বর নাজিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মাস্টার অমূল্য রঞ্জন হালাদারের মৃত্যু হয়। ওই পদে গত ২৭ ফেব্রয়ারী উপজেলার সদর ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোশারেফ হোসেন খান বিনা প্রতিদ্ব›দ্বীতায় উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। আর এ জন্য তিনি ইউপি চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করলে ওই পদটি শুন্য ঘোষনা করেন নির্বাচন কমিশন। তিনি ওই ইউনিয়নের ৬
বারের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন।

এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস/এম আর  

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ইউপি চেয়ারম্যান পদের উপ-নির্বাচন; নাজিরপুরে ৬ প্রার্থীর মনোনয়ন পত্র জমা

আপডেটের সময় ০১:১৬:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০২৩

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের নাজিরপুর উপজেলার সদর ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান ৬ প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

বৃহস্পতিবার ( ২৭ এপ্রিল) মনোনয়ন পত্র জমা প্রদানের শেষদিনে তারা মনোনয়ন পত্র জমা দেন।

জেলার নাজিরপুর উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, উপজেলার সদর ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমাদানের শেষ দিনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসাবে মো. তানভীর হাসান ডালিম, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন মনোনীত মো. এজাজ খান, স্বতন্ত্র
প্রার্থী হিসাবে উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও জাতীয় পার্টি (এরশাদ) নেতা মোহম্মাদ আলী সিকদার, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক চঞ্চল কান্তি বিশ্বাস, জাতীয় পার্টির উপজেলা সাধারন সম্পাদক আরিফুর রহমান খান টুবুল, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রাসেল
সিকদার এ ৬ প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা ও ওই নির্বাচনের রিটানিং কর্মকর্তা মো. শাহীন শরীফ জানান, মনোনয়ন দাখিলের শেষ দিন বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বিকাল বিকাল ৪টা পর্যন্ত ওই ৬ জনে মনোনয়ন পত্র দাখিল করেন। আগামী ৩০ এপ্রিল তাদের মনোনয়ন পত্র বাছাই, ৮ মে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন এবং ২৫ মে ভোট গ্রহনের তারিখ ঘোষনা করা হয়েছে।

ওই ইউনিয়নের ১৬ হাজার ৮৪৫ জন ভোটারের মধ্যে ৮ হাজার ৪৫৬ জন পুরুষ এবং ৮ হাজার ৩৮৯জন নারী ভোটার ৯ টি কেন্দ্রে ইভিএমের মাধ্যমে ভোট প্রদান করবেন।

উল্লেখ্য, এর আগে গত ১ নভেম্বর নাজিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মাস্টার অমূল্য রঞ্জন হালাদারের মৃত্যু হয়। ওই পদে গত ২৭ ফেব্রয়ারী উপজেলার সদর ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোশারেফ হোসেন খান বিনা প্রতিদ্ব›দ্বীতায় উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। আর এ জন্য তিনি ইউপি চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করলে ওই পদটি শুন্য ঘোষনা করেন নির্বাচন কমিশন। তিনি ওই ইউনিয়নের ৬
বারের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন।

এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস/এম আর