অবৈধ পার্কিং ও চালকদের হেলমেট না থাকায় ভ্রাম্যমান আদালতের অভিযানে জরিমানা

ভোলা প্রতিনিধিঃ ভোলার  বোরহানউদ্দিনের পৌরসভায় অভিযানে পরিচালনা করে অবৈধভাবে পার্কিং ও মোটরসাইকেল চালকরা হেলমেট ব্যবহার না করায় সড়ক পরিবহন আইন ২০১৮ ভঙ্গ করার  দায়ে ৭ জনকে   ৪ হাজার ৫শত টাকা জরিমানা করা হয়।এতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন সহকারী কমিশনার ভূমি মুন্নী ইসলাম ।

বৃহস্পতিবার (২৭এপ্রিল) দুপুর ১২টা থেকে ১ পযন্ত  এ অভিযান পরিচালনা করা হয়।

সহকারী কমিশনার ভূমি মুন্নী ইসলাম বলেন, “ বোরহানউদ্দিন পৌরসভার বাজারে মোটরসাইকেল  চালক ও থ্রি হুইলার চালকগণ  তাদের  গাড়ীগুলো যত্রতত্র  পার্কিং করে  রাখেন।  অবৈধ পার্কিং এর কারণে যানজট সৃষ্টি হয়।এতে করে সাধারণ মানুষজন ভোগান্তির শিকার হন। এছাড়া মোটরসাইকেল চালকগন হেলমেট ব্যবহার করেন না ।  এগুলো প্রায় সময় দুর্ঘটনার শিকার হয়। ।”

তিনি আরও বলেন, “দুর্ঘটনা রোধ ও যানজট কমানোর জন্য  এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।মোটরসাইকেলের  হেলমেট ব্যবহার না করায়  ৬ জনকে  ৫০০ টাকা করে ৩ হাজার টাকা এবং অবৈধ পার্কিং এর দায়ে অন্যজনকে ১৫০০  টাকা জরিমানা করা হয়েছে।
বোরহানউদ্দিন উপজেলার নির্বাহী কর্মকর্তা নওরীন হক ,দুর্ঘটনা রোধ, যানজট কমানোর জন্য  সকলকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহবান জানিয়ে বলেন, আইন অমান্যকারী কে অবশ্যই শাস্তির আওতায় আনা হবে।অভিযান অব্যাহত থাকবে।

মনজুর রহমান/ইবিটাইমস/এম আর 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »