বার্সেলোনা থেকে ব্যুরো চিফ মহিউদ্দিন হারুনঃ বার্সেলোনায় মৎস মেলা উপলক্ষে ৫ দিনের সফরে ২৬এপ্রিল ২০২৩ইং বুধবার সকাল ৭.৩০ মিঃ মৎস ও পানি সম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বার্সেলোনা বিমান বন্দরে অবতরন করেন। এ সময় মন্ত্রীকে অভ্যর্থন জানাতে আসেন স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদুত মোহাম্মদ সরওয়ার মাহমুদ, কমার্শিয়াল কাউন্সিলর রেদওয়ান আহমেদ, ডিরেক্টর জেনারেল কে এইচ মাহাবুবুল হক, এডভোকেট এম জুয়েল আহমেদ ( সুপ্রিমকোর্ট)।
মন্ত্রী কে উষ্ম অব্যর্থনা জানাতে বীর মুক্তিযুদ্ধা আলাউদ্দিন হক নেসার নেত্রীত্বে কাতালোনীয়া, বার্সেলোনা, সান্তাকলোমা ও কাতালোনীয়া মহিলা আওয়ামী লীগ সহ নেতা নেত্রীর বহর নিয়ে উপস্থিত হন সাথে ছিলেন আওয়ামী লীগ নেতা মোনায়েম চৌধুরী বাবলা।
মন্ত্রীর উপস্থিতিতে উপদেষ্টা বীর মুক্তিযুদ্ধা আলাউদ্দিন হক নেসা,সভাপতি শফিকুল ইসলাম স্বপন, সিঃ.সহ সভাপতি খুরশেদ আলম বাদল,সাধারন সম্পাদক খালেদুর রহমান,জাহাঙ্গীর আলম,বাংলাদেশ আওয়ামী লীগ বার্সেলোনার প্রধান উপদেষ্টা জাহাঙ্গীর আলম,সভাপতি শাহা আলম স্বাধীন,সাধারন সম্পাদক মহিউদ্দিন হারুন,যুগ্ন সাধারন সম্পাদক জাফার হোসেন,সাংগঠনিক সম্পাদক সালে আহমদ,সাংগঠনিক সম্পাদক উজ্জল হাসান,সান্তা কলোমা আওয়ামী লাগ সভাপতি মোখলেছুর রহমান নাসিম,সাধারন সম্পাদক এ কে আজাদ মোস্তফা, সাংগঠনিক সম্পাদক নীরু তালুকদার,,বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ কাতালোনীয়ার সভাপতি জেবুন্নেসা,সাধারন সম্পাদক সাবরিনা জাহান পুতুল,সাংগঠনিক সম্পাদক নাজমা নাহার,আওয়ামী লীগ নেতা মোনায়েম চৌধুরী বাবলা, গিঁযাস উদ্দিন সহ রাজনৈতীক ও সাংবাদিক ব্যক্তিবর্গ।
শ ম রেজাউল করিম সাংবাদিকদের সংক্ষিপ্ত সাক্ষাতকার এ বাংলাদেশের উন্নয়নে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ট নেতৃত্বের ভূয়সী প্রসংশা করেন। তিনি মৎস মেলায় জার্মান স্পেন সহ ইউরোপের উন্নত প্রযুক্তি ব্যবহারে মৎস ও পানি সম্পদের ব্যপক উন্নয়নে সমৃদ্ধির কথা ব্যক্ত করেন।
রাষ্ট্রদূত সরওয়ার মাহমুদ মন্ত্রীর সম্মানার্থে অভিনন্দন জানাতে ছুটে আসা সকল নেতা কর্মী সহ কর্মকর্তাদের আন্তরিক ধন্যবাদ জানান।
বার্সেলোনা/ইবিটাইমস/এম আর