সৌদি আরবে বসবাসরত সমস্ত মুসলমানদেরকে দেশটির সুপ্রিম কোর্ট আগামীকাল বৃহস্পতিবার, ২৯ রমজান,২০ এপ্রিল শাওয়াল মাসের চাঁদ দেখার জন্য অনুরোধ করেছে
আন্তর্জাতিক ডেস্কঃ সৌদি আরবের সুপ্রিম কোর্ট এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, দেশে যে কেউ তাদের খালি চোখে বা দূরবীনের মাধ্যমে শাওয়াল মাসের অর্ধচন্দ্রকে দেখবে, তাদেরকে স্থানীয় আদালতে রিপোর্ট করতে বলা হয়েছে। যাতে তারা সেখানে তাদের সাক্ষ্য নিবন্ধন করতে পারে বা স্থানীয় শহরের কেন্দ্রের সাথে যোগাযোগ করতে পারে।
সৌদি সুপ্রিম কোর্ট প্রেস বিজ্ঞপ্তিতে আন্তরিকভাবে কামনা করে যে কেউ অর্ধচন্দ্র দেখতে আগ্রহী যে কেউ এই উদ্দেশ্যে বিভিন্ন এলাকায় প্রতিষ্ঠিত কমিটিগুলিতে যোগদান করবে, আল্লাহর কাছে অনুগ্রহ কামনা করবে কারণ এটি এমন একটি কাজ যা ধার্মিকতা এবং ধার্মিকতায় সহযোগিতার প্রতীক, যা সমস্ত মুসলমানদের জন্য উপকার বয়ে আনবে।
এখানে উল্লেখ্য যে,আরবী ক্যালেন্ডার চলে চাঁদের চলার গতিপথ অনুযায়ী। চাঁদের মাস কোনটি ২৯ দিনে আবার কোনটি ৩০ দিনে সম্পন্ন হয়। এই বছর
২৩ মার্চ সৌদি আরব সহ অন্যান্য উপসাগরীয় দেশসমূহের পাশাপাশি সংখ্যাগরিষ্ঠ আরব এবং মুসলিম দেশগুলিতে শাবান মাস ৩০ দিন শেষ হওয়ার পরে পবিত্র রমজান বা রমাদান মাস শুরু হয়েছিল।
সৌদি আরবের জনপ্রিয় ইংরেজী দৈনিক সৌদি এক্সপাটরিয়াটেস (Saudi Expatriates) এর সাথে এক সাক্ষাৎকারে একজন আরব জ্যোতির্বিজ্ঞানী চাঁদের গতিপথ পর্যবেক্ষণ করে বলেন যে,এ বছর সৌদি আরবে শুক্রবার পবিত্র ঈদুল ফিতর শুরু হবে।
এদিকে জেদ্দার অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির প্রধান মাজেদ আবু জাহরা ইংরেজী দৈনিকটির সাথে এক সাক্ষাৎকারে বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় ২৯ রমজানে সৌদি আরবের আকাশে চাঁদ দেখার সম্ভাবনা খুব বেশী। ফলে এই বছর রমাদান মাস ২৯ দিনে শেষ হতে পারে।
আবু জাহরার মতে, বৃহস্পতিবার সন্ধ্যা ৬:৪২ মিনিটে মক্কার দিগন্ত থেকে সূর্য অস্ত যাবে। সেই সময়, চাঁদ দিগন্ত থেকে ০৪ ডিগ্রি উপরে থাকবে। ০৫ ডিগ্রি কোণে এটি সূর্য থেকে আলাদা হবে এবং ০.২ শতাংশ উজ্জ্বলতা থাকবে। তিনি বলেন, ফলে খালি চোখে দেখা না গেলেও টেলিস্কোপ বা দূরবীনের মাধ্যমে আগামীকাল বৃহস্পতিবার সৌদি আরবে শাওয়াল মাসের চাঁদ দেখা যাবে।
তিনি আরও বলেন, জ্যোতির্বিদ্যাগতভাবে,শাওয়াল মাসের শুরুর শর্তগুলি পূরণ হবে যখন চাঁদ সন্ধ্যা ৭,০৬ মিনিট থেকে সূর্যাস্তের ২৪ মিনিট পরে অস্ত যাবে। তবে আবু জাহরার এও বলেন, শাওয়াল মাসের সীমিত আলোকসজ্জার কারণে, সূর্যের অস্তমিত তেজে উপস্থিতি এবং দিগন্তের উপরে সংক্ষিপ্ত সময়কালের কারণে, সিসিডি ক্যামেরা ব্যবহার না করলে এটিকে বিনা প্রযুক্তির সাহায্যে বা মনিটরিং ডিভাইস দিয়ে দেখা সম্ভব নয়।
তিনি উল্লেখ করেছেন যে ২১ এপ্রিল শুক্রবার, চাঁদ ১৬ ডিগ্রি উচ্চতায় দিগন্তের উপরে থাকবে, যে কোণে এটি সূর্য থেকে বিচ্ছিন্ন হবে তা ১৭ ডিগ্রি এবং এর আলোকসজ্জা ২,৪ শতাংশ। মক্কার দিগন্ত থেকে সূর্য অস্ত যাবে সন্ধ্যা ৬টা ৪৩ মিনিটে। ফলে চাঁদ টেলিস্কোপ বা অন্যান্য যান্ত্রিক প্রযুক্তির সাহায্যে দৃষ্টি গোচর হবে।
তথ্যসূত্র: Saudi Expatriates
কবির আহমেদ/ইবিটাইমস/এম আর