ঢাকা প্রতিনিধি: এবার তীব্র গরমে বৃষ্টির আভাষ দিলো আবহাওয়া অধিদপ্তর। কাল থেকে তাপমাত্রা কমলেও শুক্রবার থেকে ঝড়সহ শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনার কথা বলছে অধিদপ্তরটি।
আবহাওয়া অধিদপ্তর জানায়, বুধবার এখন পর্যন্ত ঢাকায় ৩৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। গতকাল যেখানে রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ৩৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। গত সোমবার ঢাকার তাপমাত্রা ছিল ৩৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন তাপমাত্রা ছিল ৩৯ ডিগ্রি সেলসিয়াস।
তাপমাত্রা কমলেও, দেখা নেই স্বস্তির। নাজেহাল অবস্থা প্রতিটি শ্রেণি-পেশার মানুষের। গরমের কারণে বাড়ছে হিট স্ট্রোকের মতো স্বাস্থ্যঝুঁকি। ডায়রিয়ায়ও আক্রান্ত হচ্ছেন অনেকে। এ অবস্থায় বৃদ্ধ ও শিশুদের বাড়তি যত্ন নেয়ার কথা বলছেন স্বাস্থ্য বিশেষজ্ঞগন। বেশি বেশি তরল জাতীয় খাবার খাওশার পরামর্শ তাদের।
ঢাকা/ইবিটাইমস/আরএন