ইবিটাইমস ডেস্ক: তীব্র তাপদাহ উপেক্ষা করে স্বজনদের সঙ্গে ঈদ করতে ঘরমুখী মানুষ যাত্রা শুরু করেছেন। এ কারণে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে যাত্রীর চাপও বেড়েছে। তবে এবার ভোগান্তি না থাকায় স্বস্তিতে বাড়ি ফিরছেন তারা।
বুধবার (১৯ এপ্রিল) ভোর থেকে দেখা যায়, নদী পারাপারে অপেক্ষমাণ যানবাহনের মধ্যে মোটরসাইকেল ও প্রাইভেট কারের সংখ্যাই বেশি। প্রতিটি ফেরিতে ৩০০ থেকে ৪০০ মোটরসাইকেল পার হচ্ছে। তবে নির্বিঘ্নে ঘাট পার হতে পেরে খুশি ঈদে ঘরফেরা যাত্রীরা।
পাটুরিয়া ঘাটের ডিজিএম মোহাম্মদ শাহ খালেদ নেওয়াজ জানান, এবার ঈদে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট নৌরুটে ২৭টি ফেরি,৩১ লঞ্চ ও ৩৯ স্পিডবোট চলাচল করছে।
যাত্রীরা জানান, মহাসড়ক ও ঘাট এলাকায় যানজট না থাকলেও শত শত মোটরসাইকেল পারের অপেক্ষায় রয়েছে। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে যাত্রী ও যানবাহনের সংখ্যা আরও বাড়তে পারে।
ডেস্ক/ইবিটাইমস/আরএন