বিকর ফাউন্ডেশনের ইফতার-ঈদ সামগ্রীতে হাসি ফুটেছে অর্ধশতাধিক পরিবারে

লালমোহন (ভোলা) প্রতিনিধি: ‘রমাদানে মোদের ভালবাসার আহ্বান, উপহারের খুশিতে ভরে উঠুক সব প্রাণ’ এই প্রতিপাদ্যে ভোলার লালমোহনের ৬০টি অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী উপহার দেওয়া হয়েছে।

সোমবার বিকালে উপজেলার কালমা ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের চরলক্ষ্মী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে স্বেচ্ছাসেবী সংগঠন রবিকর ফাউন্ডেশনের উদ্যোগে এসব ইফতার ও ঈদ সামগ্রী উপহার হিসেবে বিতরণ করা হয়। যার মধ্যে ছিল- ছোলা, মুড়ি, খেজুর, চিনি গুঁড়া চাল, ডাল, আলু, লাচ্ছা সেমাই, দুধ এবং চিনি।

রবিকর ফাউন্ডেশনের পক্ষ থেকে বলা হয়েছে, এই সংগঠনটি শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত একটি স্বেচ্ছাসেবী সংগঠন। আমাদের প্রত্যাশা ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়ুক। তাই আমরা চেষ্টা করেছি সাধ্যের মধ্যে কিছু পরিবারকে উপহার দিয়ে ঈদ আনন্দে তাদের সমানভাবে অংশিদার করতে। ভবিষ্যতেও আমাদের এ ধরনের কাজ চলমান থাকবে।

জাহিদুল ইসলাম দুলাল/ইবিটাইমস 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »