দেশে আজ ২৬ তম রোজার ইফতারের পর যথাযথ ধর্মীয় উৎসাহ আর উদ্দীপনায় পালিত হচ্ছে সম্ভাব্য লাইলাতুল কদরের রাত
ডেস্ক রিপোর্টঃ আজ মঙ্গলবার (১৮ এপ্রিল) ২৬ তম রোজার দিবাগত রাত পবিত্র লাইলাতুল কদর বা শবে কদরের রাত বলে বিশ্বের বেশিরভাগ মুসলমানরাই মনে করে থাকেন। মুসলিমদের জন্য সবচেয়ে পবিত্র ও বরকতময় রাত এটি। বিশেষ ইবাদতের মাধ্যমে পবিত্র এই রজনী অতিবাহিত করবেন ধর্মপ্রাণ মুসলিমরা।
পবিত্র কোরআনে এ রাতকে হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ রাত ঘোষণা করেছেন মহান আল্লাহ তা’লা। লাইলাতুল কদরের রাতটি মুসলিম সম্প্রদায়ের কাছে বিশেষ মর্যাদায় অধিষ্ঠিত। ইসলাম ধর্ম মতে, মাহে রমজানের এ রাতেই মানবজাতির জন্য সার্বিক দিকনির্দেশনা, কল্যাণ ও তাদের পূর্ণাঙ্গ জীবনবিধান হিসেবে আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদ নাজিল করেন।
বাংলাদেশে মুসলমানরা নফল নামাজ, পবিত্র কোরআন তেলাওয়াত, জিকির ও দরুদ পাঠের মাধ্যমে রাতটি অতিবাহিত করছেন। বাংলাদেশে বর্তমানে প্রচণ্ড গরম চলছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, দেশে এই গরম আবহাওয়া গত প্রায় ১০০ বছরের মধ্যে সর্বোচ্চ মান। বর্তমানে ঢাকা সহ দেশের অধিকাংশ অঞ্চলের তাপমাত্রা +৪০ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শবে কদর উপলক্ষে দেশবাসী ও মুসলিম উম্মাহকে শুভেচ্ছা জানিয়েছেন।
কবির আহমেদ/ইবিটাইমস