পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের কাউখালীতে পূর্ব শক্রতার জেরে হাসিব বয়াতী (২৫)নামের এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে বুধবার (১২এপ্রিল) সন্ধ্যায় উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের –মহসিন এর চৌরাস্তা নামক এলাকায়। নিহত হাসিব বায়াতী ওই ইউনিয়নের শিয়ালকাঠী গ্রামের ইউসুফ বয়াতীর পুত্র।
কাউখালী থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. জাকারিয়া হোসেন জানান, পূর্বশত্রুতার জেরে ওই দিন সন্ধ্যার পরে তাকে মারাত্মকভাবে কুপিয়ে মহসিন এর চৌরাস্তা নামক স্থানে ফেলে রেখে যায় প্রতিপক্ষ। পরে তাকে উদ্ধার করে ঝালকাঠী জেলার রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তিনি আরো জানান, ওই এলাকার সাবেক ইউপি সদস্যের সাথে বিরোধের জেরে তাকে পূর্ব পরিকল্পিতভাবে শরীরের বিভিন্ন স্থানে মারাত্মকভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় হত্যার সাথে জড়িতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ওই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) ফারুক বয়াতী বলেন, ওই দিন সন্ধ্যার পর কুপিয়ে ফেলে রাখা হয়েছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস