ভিয়েনা ০১:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের হাতে জিটিভি’র সাংবাদিক লাঞ্ছিত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:১৮:৫১ অপরাহ্ন, সোমবার, ১০ এপ্রিল ২০২৩
  • ১৮ সময় দেখুন

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের বিরুদ্ধে আবারো বিতর্কিত কর্মকান্ডের অভিযোগ উঠেছে। অভিযানে উপস্থিত হওয়ায় সাংবাদিকের মোবাইল কেড়ে নিয়ে শারিরীক ভাবে লাঞ্ছিত করার ঘটনা ঘটেছে। সোমবার দুপুরে কালীগঞ্জ উপজেলার কাদিরকোলা গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী গাজী টিভির জেলা প্রতিনিধি ওলিয়ার রহমান জানান, সোমবার দুপুরে কাদিরকোল গ্রামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালাচ্ছে এমন খবরে সেখানে সংবাদ সংগ্রহ করতে যায়। সেখানে পৌঁছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের কাছে আমি আমার পরিচয় প্রদাণ করি। আমার পরিচয় পাওয়ার পরই ক্ষেপে যান তারা। তারা আমার মোবাইল কেড়ে নিয়ে আমাকে ধাক্কা দিয়ে বাইরে বের করে দেন। আমাকে শারিরীক ভাবে লাঞ্ছিত করেন।

অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক বিশ্বাস মফিদুল ইসলাম, উপ-পরিদর্শক আলতাফ হোসেন, সহকারী উপ-পরিদর্শক পাপিয়া সুলতানা, সিপাই শ্যামল, কামরুলসহ কয়েকজন অংশ নেয়। তবে সেখান থেকে কোন মাদক উদ্ধার বা কাউকে আটক করতে পারেনি পুলিশ।

সাংবাদিক ওলিয়ার রহমানকে লাঞ্ছিত করার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান, সাধারণ সম্পাদক মাহমুদ হাসান টিপুসহ জেলায় কর্মরত সাংবাদিকরা। তারা এ ঘটনার প্রতিবাদ জানিয়ে হামলাকারী কর্মকর্তাদের শাস্তির দাবী জানান।

অভিযানের নেতৃত্ব দেওয়া পরিদর্শক বিশ্বাস মফিদুল ইসলাম বলেন, না বুঝে আমার এক সিপাই তার মোবাইলটা নিয়ে নিয়েছিলো। পরে আমরা তার কাছে ভুল স্বীকার করেছি।

এ ব্যাপারে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারী পরিচালক গোলক মজুমদার বলেন, জিটিভির সাংবাদিকের সাখে একটু ভুলবোঝাবুঝি হয়েছিলো। পরে সেটা ঠিক হয়ে গেছে।

উল্লেখ্য, এর আগে ঝিনাইদহ শহরে এমন বিতর্কিত কর্মকান্ড করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর। পৌর কাউন্সিলরকে পিটিয়ে গুরুতর আহত করে উপ-পরিদর্শক আলতাফ হোসেনসহ অন্যরা।

শেখ ইমন/ইবিটাইমস/এম আর 

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের হাতে জিটিভি’র সাংবাদিক লাঞ্ছিত

আপডেটের সময় ১২:১৮:৫১ অপরাহ্ন, সোমবার, ১০ এপ্রিল ২০২৩

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের বিরুদ্ধে আবারো বিতর্কিত কর্মকান্ডের অভিযোগ উঠেছে। অভিযানে উপস্থিত হওয়ায় সাংবাদিকের মোবাইল কেড়ে নিয়ে শারিরীক ভাবে লাঞ্ছিত করার ঘটনা ঘটেছে। সোমবার দুপুরে কালীগঞ্জ উপজেলার কাদিরকোলা গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী গাজী টিভির জেলা প্রতিনিধি ওলিয়ার রহমান জানান, সোমবার দুপুরে কাদিরকোল গ্রামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালাচ্ছে এমন খবরে সেখানে সংবাদ সংগ্রহ করতে যায়। সেখানে পৌঁছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের কাছে আমি আমার পরিচয় প্রদাণ করি। আমার পরিচয় পাওয়ার পরই ক্ষেপে যান তারা। তারা আমার মোবাইল কেড়ে নিয়ে আমাকে ধাক্কা দিয়ে বাইরে বের করে দেন। আমাকে শারিরীক ভাবে লাঞ্ছিত করেন।

অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক বিশ্বাস মফিদুল ইসলাম, উপ-পরিদর্শক আলতাফ হোসেন, সহকারী উপ-পরিদর্শক পাপিয়া সুলতানা, সিপাই শ্যামল, কামরুলসহ কয়েকজন অংশ নেয়। তবে সেখান থেকে কোন মাদক উদ্ধার বা কাউকে আটক করতে পারেনি পুলিশ।

সাংবাদিক ওলিয়ার রহমানকে লাঞ্ছিত করার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান, সাধারণ সম্পাদক মাহমুদ হাসান টিপুসহ জেলায় কর্মরত সাংবাদিকরা। তারা এ ঘটনার প্রতিবাদ জানিয়ে হামলাকারী কর্মকর্তাদের শাস্তির দাবী জানান।

অভিযানের নেতৃত্ব দেওয়া পরিদর্শক বিশ্বাস মফিদুল ইসলাম বলেন, না বুঝে আমার এক সিপাই তার মোবাইলটা নিয়ে নিয়েছিলো। পরে আমরা তার কাছে ভুল স্বীকার করেছি।

এ ব্যাপারে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারী পরিচালক গোলক মজুমদার বলেন, জিটিভির সাংবাদিকের সাখে একটু ভুলবোঝাবুঝি হয়েছিলো। পরে সেটা ঠিক হয়ে গেছে।

উল্লেখ্য, এর আগে ঝিনাইদহ শহরে এমন বিতর্কিত কর্মকান্ড করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর। পৌর কাউন্সিলরকে পিটিয়ে গুরুতর আহত করে উপ-পরিদর্শক আলতাফ হোসেনসহ অন্যরা।

শেখ ইমন/ইবিটাইমস/এম আর