ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠি প্রেসক্লাব মিলনায়তনে নারীর রাজনৈতিক ক্ষমতায়নে মিডিয়া সম্পৃক্তকরণ বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বেসরকারি সংস্থা রূপান্তর এর আয়োজন করেছেন। সোমবার সকাল ১০টায় ঝালকাঠি নারী নেত্রী ইসরাত জাহান সোনালী সভাপতিত্বে ঝালকাঠি প্রেসক্লাবে সাংবাদিকরা অপরাজিতা নারীদের সাথে অংশগ্রহণ করে। অপরাজিতাদের জন্য সাংবাদিকদের করণীয় বিষয় সমূহ, কোন কোন ক্ষেত্রে কোন ধরণের নীতি নির্ধারণী পর্যবেক্ষণ সমাজ ও জনগণের সমর্থণ ও সহযোগীতার প্রত্যাশা করা হয় এবং সব বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে জনমত গঠনে মিডিয়া কি ভূমিকা রাখতে পারে তা আলোচিত হয়েছে। অপরাজিতাদের প্রত্যাশা চ্যালেঞ্জ, ঝুকি উত্তরণের উপায় চিহ্নিত করা হয়েছে।
ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমান ও সাধারণ সম্পাদক মানিক রায় সহ ১৪জন সাংবাদিক অংশগ্রহণ করে। রূপান্তর বরিশালের বিভাগীয় কর্মকর্তা রাবেয়া বসির স্বাগত বক্তব্য রাখেন। ঝালকাঠির জেলা সমন্বয়কারী উজ্জল কুমার পাল এর সার্বিক তত্ত্বাবধান করেন।
বাধন রায়/ইবিটাইমস/এম আর