হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের চুনারুঘাটে অনৈতিক সর্ম্পকের অভিযোগ তুলে এক নারীকে (৩০) বেত্রাঘাত ও পাথর নিক্ষেপের ঘটনায় ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
গত ৭ এপ্রিল (শুক্রবার) রাতে তাদেরকে বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন,হাফেজ নুরুল ইসলাম (৩০) বায়েজিদ হোসেন (৭০) আকবর আলী ( ৬৮) ও মো. তৈয়ব আলী (৫০)। ভুক্তভোগী নারী ও তারা সবাই চুনারুঘাটে উপজেলার গাজীপুর ইউনিয়নের বড়জুম গ্রামের বাসিন্দা। গত ৪ এপ্রিল মঙ্গলবার রাতে গ্রামের বাচ্চু মিয়ার বাড়িতে সালিক বৈঠকে এ ঘটনা ঘটে।
চুনারুঘাট থানার পরিদর্শক ( ওসি) রাশেদুল হক বলেন, প্রাথমিক তদন্তে ওই নারীকে বেত্রাঘাত এর সত্যতা পাওয়া গেছে,তবে পাথর নিক্ষেপ করা হয়েছে কি না এবং কতটি বেত্রাঘাত করা হয়েছে তা বলতে পারছি না। এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে গত ৭ এপ্রিল শুক্রবার ১৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞ্যাত আরোও কয়েকজনকে আসামী করে থানায় একটি মামলা দায়ের করেন। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। গ্রেফতারকৃত ৪ জনকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
মামলা সুত্রে জানাযায়,ঐ নারীর সাথে অন্য আরেকটি গ্রামের আবুল কালাম নামে এক সিএনজি অটোরিকশা চালক এর (২৭) সঙ্গে তার প্রেমের সর্ম্পক ছিল বলে অভিযোগ উঠে। সম্প্রতি ওই নারীর ব্যক্তিগত মুহুর্তের কয়েকটি ভিডিও গ্রামবাসির মধ্যে ছড়িয়ে দেন ঐ অটোরিকশা চালক। এ নিয়ে স্থানীয় বাসিন্দারা ঐ নারীর উপর ক্ষিপ্ত হয়ে গত সোমবার রাতে সালিশ বৈঠকে ঐ নারী পরকীয়া প্রেমে জড়িয়ে অপরাধ করেছেন। বায়েজিদ হোসেনের সভাপতিত্বে শাস্তি হিসেবে ৮২টি বেত্রাঘাত ও ৮০টি পাথর নিক্ষে করা হয় তার উপর। আকবর আলী ঐ নারীকে একে একেবেত্রাঘাত করেন এবং বৈঠকে উপস্থিত সবাই পাথর নিক্ষেপ করেন।
নির্যাতিত নারী বলেন,পূর্ব পরিচিত হওয়ার সুবাদে বিভিন্ন সময় তাদের বাড়িতে আসা যাওয়া করতেন আবুল কালাম। সে আমাকে বিভন্ন সময় প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করতো। এ ঘটনার পর লজ্জায় ঘর থেকে বের হতে পারছি না। যারা আমার সাথে এ ধরনের অপরাধমূলক কাজ করেছেন আমি তাদের সঠিক বিচার চাই।
মোতাব্বির হোসেন কাজল/ইবিটাইমস/এম আর