পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের নাজিরপুরে প্রতিপক্ষের গাছ কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার মালিখালী ইউনিয়নের যুগিয়া গ্রামে। ভুক্তভোগী সোহাগ শেখ ওই গ্রামের মৃত সোহরাব হোসেন শেখের ছেলে।
ভুক্তভোগী বৃহস্পতিবার (৩০মার্চ) জানান, একই এলাকার প্রতিবেশী কামরুল হাসান শেখ গত বুধবার বিকালে তার বাড়ির পিছনের সবজি বাগানের কয়েকটি কুমড়া গাছ উপড়ে ফেলে। এর প্রতিবাদ করলে বাড়িতে থাকা মা ও চাচীকে গালাগালি সহ মারধর করতে আসে। এর আগে পাশের বাগানের সবগুলো পেঁপে ও বেগুনগাছ কেটে ফেলে। জমি নিয়ে বিরোধের জেরে এর আগে ভুক্তভোগীর ছোট ভাই উজ্জল শেখ সহ ৪ জনকে নিজ বাড়ির সামনে বসে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে। উল্টো তাদের বিরুদ্ধে মিথ্যা মালা দিয়ে হয়রানী করে।
নাজিরপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. হুমায়ুন কবির জানান, এ বিষয়ে কোন অভিযোগ পাওয়া যায় নি। তবে পাওয়া গেলে ব্যবস্থা নেয়া হবে।
লাহেল মাহমুদ/ইবটিাইমস/আরএস