পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুর জেলা আইনজীবী সমিতির সদস্য ও মঠবাড়িয়া চৌকিবারের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট অভিনাশ মিত্রের নিহতের ঘটনায় ঘাতক বাস চালক ও সংশ্লিষ্টদের দৃষ্টান্ত মূলক শাস্তি এবং নিরাপদ সড়কের দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ মার্চ) মঠবাড়িয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত সম্মূখ সড়কে চৌকি আদালতের আইনজীবীদের আয়োজনে এ কর্মর্সূচিতে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন। এসময় বক্তারা বলেন, বাস মালিকরা বেশি মুনাফার জন্য জোর করে চালক, হেলপার ও কন্ট্রাকটর দিয়ে বিরামহীন ভাবে গাড়ি চালু রাখেন। পাশাপাশি অদক্ষ চালক এবং সংশ্লিষ্ট প্রশাসনের উদাসীনতার কারনে প্রতিদিনই সড়কে প্রতিদিনই দুর্ঘটনা বাড়ছে বলে অভিযোগ করেন বক্তারা। এব্যপারে সংশ্লিষ্ট সকলকে সতর্ক হবার আহ্বান জানানো হয় মানববন্ধনে।
প্রতিবাদ সমাবেশে মঠবাড়িয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র আইনজীবী এ্যাডভোকেট আতাউর রহমান খানের সভাপতিত্বে ও শামীম আহম্মেদ খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট নাসরিন জাহান, জেলা কমিউনিষ্ট পার্টির সভাপতি এ্যাডভোকেট দিলীপ কুমার পাইক, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির জেলা সভাপতি ইখতিয়ার হোসেন পান্না, সাবেক কাউন্সিলর হেমায়েত উদ্দিন, সমাজ সেবক সুভাষ মজুমদার, মঠবাড়িয়া প্রেসক্লাব সাধারণ সম্পাদক রোকনুজ্জামান শরীফ, সাংবাদিক ইউনিয়ন সাধারণ সম্পাদক জুলফিকার আমীন সোহেল, সাংবাদিক সমিতি সভাপতি ইসমাইল হোসেন হাওলাদার, রিপোটার্স ইউনিয়ন সভাপতি মোস্তফা কামাল বুলেটসহ অন্যান্যরা।
এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস/আরএস