জার্মানিতে কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় পরিবহন ধর্মঘট পালিত

কবির আহমেদ, ভিয়েনা: জার্মানির ভেরডি ট্রেড ইউনিয়ন এবং রেলওয়ে ও পরিবহন ইউনিয়ন ইভিজির ডাকা ২৪ ঘণ্টার ধর্মঘটে ইউরোপের বৃহত্তম অর্থনীতির দেশ জার্মানি স্থবির হয়ে পড়েছিল। সোমবার (২৭ মার্চ) জার্মানিতে এযাবতকালের সবচেয়ে বড় পরিবহন ধর্মঘট পালিত হয়েছে। এই সর্বাত্মক ধর্মঘটের ফলে সমগ্র জার্মানি জুড়ে বিমানবন্দর এবং বাস ও ট্রেন স্টেশনগুলো থেকে কোনও যানবাহন চলাচল না করায় লাখো যাত্রী ও ভ্রমণকারীরা সমস্যায় পড়েন।

আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, ধর্মঘটের কারণে জার্মানির দুইটি বৃহত্তম বিমানবন্দর মিউনিখ ও ফ্রাঙ্কফুর্ট তাদের সমস্ত ফ্লাইট স্থগিত ঘোষণা করে। আর জার্মানির ট্রেন পরিচালনাকারী প্রতিষ্ঠান ডয়েচে বান (DB) তাদের দূরবর্তী ট্রেন পরিষেবাগুলো বাতিল করে। উল্লেখ্য যে,খাদ্য ও জ্বালানির উচ্চ মূল্যের কারণে জীবনযাত্রার মান ধরে রাখা কঠিন হয়ে পড়ায় কয়েক মাস ধরে ইউরোপের বড় অর্থনীতিগুলোর শিল্পক্ষেত্রে দেখা দেওয়া অস্থিরতার সর্বশেষ নজির এটি।

এদিকে, ইভিজির চেয়ারম্যান মার্টিন বুরকাট স্থানীয় একটি সংবাদপত্রকে বলেছেন, সংশ্লিষ্টদের কাছ থেকে তারা এখনও কোনও কার্যকর প্রস্তাব পাননি। তাই আসছে ইস্টারের ছুটির দিনগুলোসহ যেকোনও সময় আরও বড় ধর্মঘট হতে পারে।

জার্মানির এই  সর্বাত্মক পরিবহন ধর্মঘটে প্রতিবেশী অস্ট্রিয়ার উপর ব্যাপক প্রভাব পড়ে। অস্ট্রিয়ান এয়ারলাইন্স রবিবার, সোমবার ও মঙ্গলবার এই তিন দিনে প্রায় দেড় শতাধিকের উপরে জার্মানিতে তাদের ফ্লাইট বাতিল করেছে।

অস্ট্রিয়ান সংবাদ সংস্থা এপিএ জানিয়েছে, বেতন বৃদ্ধির দাবীতে জার্মানির বিভিন্ন পরিবহন শ্রমিক ইউনিয়নের ডাকা এই ২৪ ঘন্টার ধর্মঘটের প্রভাবে মঙ্গলবারও (২৮ মার্চ) জার্মানিতে অস্ট্রিয়ান এয়ারলাইন্স (AUA) তাদের শতাধিকের উপরে ফ্লাইট বাতিল ঘোষণা করেছে।

ডেস্ক/ইবিটাইমস/আরএস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »