ভিয়েনা ০২:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

জার্মানির পরিবহণ ধর্মঘটে অস্ট্রিয়ান এয়ারলাইন্সের বহু ফ্লাইট বাতিল

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:১১:৪১ অপরাহ্ন, রবিবার, ২৬ মার্চ ২০২৩
  • ২১ সময় দেখুন

ভিয়েনা বিমানবন্দর থেকে পাওয়া তথ্য অনুযায়ী শুধুমাত্র রবিবার মিউনিখ এবং ভিয়েনার মধ্যে বারোটি ফ্লাইট বাতিল করা হয়েছে

ইউরোপ ডেস্কঃ আগামীকাল সোমবার (২৭ মার্চ) বেতন বৃদ্ধির দাবীতে সমগ্র জার্মানি ব্যাপী পরিবহন ধর্মঘট ডেকেছে জার্মানির ভেরডি এবং ইভিজি ট্রেড ইউনিয়ন। অস্ট্রিয়ার প্রতিবেশী জার্মানির এই সর্বাত্মক পরিবহন ধর্মঘটের ফলে অস্ট্রিয়ান এয়ারলাইন্স রবিবার ও সোমবার তাদের কয়েক ডজন ফ্লাইট বাতিলের কথা জানিয়েছে।

অস্ট্রিয়ান সংবাদ সংস্থা এপিএ জানিয়েছে, জার্মানি এবং অস্ট্রিয়ার মধ্যে অনেক ফ্লাইট সপ্তাহান্তে শুরু হওয়া জার্মান ট্রাফিক ধর্মঘটের দ্বারা প্রভাবিত হবে৷ ভিয়েনা বিমানবন্দর থেকে তথ্য অনুযায়ী মিউনিখ এবং ভিয়েনার মধ্যে শুধুমাত্র রবিবার বারোটি ফ্লাইট রবিবার বাতিল করা হয়েছে।

বর্তমান তথ্য অনুসারে ভিয়েনা এবং মিউনিখের পাশাপাশি ফ্রাঙ্কফুর্ট, নুরেমবার্গ, স্টুটগার্ট, ডুসেলডর্ফ, হামবুর্গ এবং কোলোনের মধ্যে মোট ৯১টি পরিকল্পিত ফ্লাইটের মধ্যে ৫৪টি সোমবার বাতিল করা হবে। বিশেষ করে ২৭টি বহির্গামী এবং ২৭টি ফিরতি ফ্লাইট প্রভাবিত হয়েছে৷

ভিয়েনা, সালজবার্গ, ইনসব্রুক, লিনজ এবং ক্ল্যাগেনফুর্টে ধর্মঘটের কারণে জার্মানিতে আসা এবং যাওয়ার ফ্লাইট রয়েছে। সোমবার জার্মানিতে সর্বাত্মক পরিবহন অন্যান্য ধর্মঘট হবে। ইতিমধ্যেই ইউরো বাংলা জানিয়েছে,এই ধর্মঘটের ফলে অস্ট্রিয়ান ফেডারেল রেলওয়ে(ÖBB) তার কয়েক ডজন রেল বাতিল করেছে।

এপিএ আরও জানিয়েছে,ভিয়েনা বিমানবন্দর প্রতিদিন প্রায় ৬০০ টি ফ্লাইট পরিচালনা করে। ভিয়েনা বিমানবন্দরের মতে, বার্লিন, হ্যানোভার এবং লাইপজিগের ফ্লাইটগুলি এখনও প্রভাবিত হয়নি,কেননা রবিবার ও সোমবার এখানে কোন নিয়মিত ফ্লাইট নাই। তবে পরবর্তী প্রভাবগুলি উড়িয়ে দেওয়া যায় না। ভিয়েনা বিমানবন্দরের প্রতিদিনের এই ৬০০ টি ফ্লাইটের মধ্যে ১২টি রবিবার এবং ৫৪টি সোমবার বাতিল করা হয়েছে।

সমস্ত ভ্রমণকারীদের তাদের বিমান ভ্রমণের বিষয়ে তাদের এয়ারলাইন্স বা ট্যুর অপারেটরের সাথে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট এয়ারলাইন্স এবং বিমানবন্দরগুলির হোমপেজগুলি বর্তমান আগমন এবং প্রস্থানের একটি ওভারভিউ প্রদান করছে। যেহেতু বেশিরভাগ যাত্রীকে ইতিমধ্যেই এয়ারলাইন্স দ্বারা আগেই জানিয়ে দেওয়া হয়েছে,তাই ভিয়েনা বিমান বন্দরের টার্মিনাল অপারেশনে উভয় দিনের জন্য কোনও বিশেষ প্রভাব প্রত্যাশিত নয় বলে এপিএ কে বিমানবন্দরের একজন মুখপাত্র জানিয়েছেন।

উল্লেখ্য যে,বিগত কয়েক মাস ধরেই জার্মানির কেন্দ্রীয় সরকারের সাথে ট্রেড ইউনিয়নগুলির আলোচনা চলছিল। শ্রমিক ইউনিয়ন ভেরডি শতকরা ১০,৫ শতাংশ এবং ইভিজি শতকরা ১২ শতাংশ বেতন বৃদ্ধি দাবী করছে। কিন্ত জার্মানি সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শতকরা ৫ শতাংশের বেশী বেতন বাড়াতে নারাজ। শ্রমিক ইউনিয়ন ভেরডির একজন সংগঠক জার্মানির সংবাদ মাধ্যমকে জানিয়েছেন এই ধর্মঘট রবিবার মাঝরাত থেকে সোমবার মাঝরাত পর্যন্ত ২৪ ঘন্টার জন্য স্থায়ী হবে।

বিগত ২০২২ সাল থেকেই জার্মানিতে একের পর এক পরিবহন ধর্মঘট হয়ে আসছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন চড়া হারে মূল্যবৃদ্ধির কারণে এই সমস্ত ধর্মঘট অনুষ্ঠিত হচ্ছে। জার্মানির সরকারি ক্ষেত্রের প্রায় ২৫ লাখের বেশী শ্রমিক ভেড়ডি ট্রেড ইউনিয়নের সাথে যুক্ত আছে । পাশাপাশি ইভিজি ইউনিয়নের সদস্য শ্রমিক সংখ্যা প্রায় ২ লাখ ৩০ হাজার।

এই দুই ট্রেড ইউনিয়নের সদস্যরা জার্মানির সড়ক ও বেসামরিক বিমান ক্ষেত্রের সাথে সম্পৃক্ত। এদিকে ট্রেড ইউনিয়ন ভেরডির চেয়ারম্যান ফ্রান্ক ওয়েরেন্কে বলেন,আমরা এমন শ্রমিক সংগঠনের সাথে যুক্ত যাদের সদস্যরাই মূলত জার্মানির চালিকা শক্তির উৎস।

কবির আহমেদ/ইবিটাইমস/এম আর 

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

জার্মানির পরিবহণ ধর্মঘটে অস্ট্রিয়ান এয়ারলাইন্সের বহু ফ্লাইট বাতিল

আপডেটের সময় ১০:১১:৪১ অপরাহ্ন, রবিবার, ২৬ মার্চ ২০২৩

ভিয়েনা বিমানবন্দর থেকে পাওয়া তথ্য অনুযায়ী শুধুমাত্র রবিবার মিউনিখ এবং ভিয়েনার মধ্যে বারোটি ফ্লাইট বাতিল করা হয়েছে

ইউরোপ ডেস্কঃ আগামীকাল সোমবার (২৭ মার্চ) বেতন বৃদ্ধির দাবীতে সমগ্র জার্মানি ব্যাপী পরিবহন ধর্মঘট ডেকেছে জার্মানির ভেরডি এবং ইভিজি ট্রেড ইউনিয়ন। অস্ট্রিয়ার প্রতিবেশী জার্মানির এই সর্বাত্মক পরিবহন ধর্মঘটের ফলে অস্ট্রিয়ান এয়ারলাইন্স রবিবার ও সোমবার তাদের কয়েক ডজন ফ্লাইট বাতিলের কথা জানিয়েছে।

অস্ট্রিয়ান সংবাদ সংস্থা এপিএ জানিয়েছে, জার্মানি এবং অস্ট্রিয়ার মধ্যে অনেক ফ্লাইট সপ্তাহান্তে শুরু হওয়া জার্মান ট্রাফিক ধর্মঘটের দ্বারা প্রভাবিত হবে৷ ভিয়েনা বিমানবন্দর থেকে তথ্য অনুযায়ী মিউনিখ এবং ভিয়েনার মধ্যে শুধুমাত্র রবিবার বারোটি ফ্লাইট রবিবার বাতিল করা হয়েছে।

বর্তমান তথ্য অনুসারে ভিয়েনা এবং মিউনিখের পাশাপাশি ফ্রাঙ্কফুর্ট, নুরেমবার্গ, স্টুটগার্ট, ডুসেলডর্ফ, হামবুর্গ এবং কোলোনের মধ্যে মোট ৯১টি পরিকল্পিত ফ্লাইটের মধ্যে ৫৪টি সোমবার বাতিল করা হবে। বিশেষ করে ২৭টি বহির্গামী এবং ২৭টি ফিরতি ফ্লাইট প্রভাবিত হয়েছে৷

ভিয়েনা, সালজবার্গ, ইনসব্রুক, লিনজ এবং ক্ল্যাগেনফুর্টে ধর্মঘটের কারণে জার্মানিতে আসা এবং যাওয়ার ফ্লাইট রয়েছে। সোমবার জার্মানিতে সর্বাত্মক পরিবহন অন্যান্য ধর্মঘট হবে। ইতিমধ্যেই ইউরো বাংলা জানিয়েছে,এই ধর্মঘটের ফলে অস্ট্রিয়ান ফেডারেল রেলওয়ে(ÖBB) তার কয়েক ডজন রেল বাতিল করেছে।

এপিএ আরও জানিয়েছে,ভিয়েনা বিমানবন্দর প্রতিদিন প্রায় ৬০০ টি ফ্লাইট পরিচালনা করে। ভিয়েনা বিমানবন্দরের মতে, বার্লিন, হ্যানোভার এবং লাইপজিগের ফ্লাইটগুলি এখনও প্রভাবিত হয়নি,কেননা রবিবার ও সোমবার এখানে কোন নিয়মিত ফ্লাইট নাই। তবে পরবর্তী প্রভাবগুলি উড়িয়ে দেওয়া যায় না। ভিয়েনা বিমানবন্দরের প্রতিদিনের এই ৬০০ টি ফ্লাইটের মধ্যে ১২টি রবিবার এবং ৫৪টি সোমবার বাতিল করা হয়েছে।

সমস্ত ভ্রমণকারীদের তাদের বিমান ভ্রমণের বিষয়ে তাদের এয়ারলাইন্স বা ট্যুর অপারেটরের সাথে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট এয়ারলাইন্স এবং বিমানবন্দরগুলির হোমপেজগুলি বর্তমান আগমন এবং প্রস্থানের একটি ওভারভিউ প্রদান করছে। যেহেতু বেশিরভাগ যাত্রীকে ইতিমধ্যেই এয়ারলাইন্স দ্বারা আগেই জানিয়ে দেওয়া হয়েছে,তাই ভিয়েনা বিমান বন্দরের টার্মিনাল অপারেশনে উভয় দিনের জন্য কোনও বিশেষ প্রভাব প্রত্যাশিত নয় বলে এপিএ কে বিমানবন্দরের একজন মুখপাত্র জানিয়েছেন।

উল্লেখ্য যে,বিগত কয়েক মাস ধরেই জার্মানির কেন্দ্রীয় সরকারের সাথে ট্রেড ইউনিয়নগুলির আলোচনা চলছিল। শ্রমিক ইউনিয়ন ভেরডি শতকরা ১০,৫ শতাংশ এবং ইভিজি শতকরা ১২ শতাংশ বেতন বৃদ্ধি দাবী করছে। কিন্ত জার্মানি সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শতকরা ৫ শতাংশের বেশী বেতন বাড়াতে নারাজ। শ্রমিক ইউনিয়ন ভেরডির একজন সংগঠক জার্মানির সংবাদ মাধ্যমকে জানিয়েছেন এই ধর্মঘট রবিবার মাঝরাত থেকে সোমবার মাঝরাত পর্যন্ত ২৪ ঘন্টার জন্য স্থায়ী হবে।

বিগত ২০২২ সাল থেকেই জার্মানিতে একের পর এক পরিবহন ধর্মঘট হয়ে আসছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন চড়া হারে মূল্যবৃদ্ধির কারণে এই সমস্ত ধর্মঘট অনুষ্ঠিত হচ্ছে। জার্মানির সরকারি ক্ষেত্রের প্রায় ২৫ লাখের বেশী শ্রমিক ভেড়ডি ট্রেড ইউনিয়নের সাথে যুক্ত আছে । পাশাপাশি ইভিজি ইউনিয়নের সদস্য শ্রমিক সংখ্যা প্রায় ২ লাখ ৩০ হাজার।

এই দুই ট্রেড ইউনিয়নের সদস্যরা জার্মানির সড়ক ও বেসামরিক বিমান ক্ষেত্রের সাথে সম্পৃক্ত। এদিকে ট্রেড ইউনিয়ন ভেরডির চেয়ারম্যান ফ্রান্ক ওয়েরেন্কে বলেন,আমরা এমন শ্রমিক সংগঠনের সাথে যুক্ত যাদের সদস্যরাই মূলত জার্মানির চালিকা শক্তির উৎস।

কবির আহমেদ/ইবিটাইমস/এম আর