হবিগঞ্জ শ্রমিক ইউনিয়নের অনির্দিষ্টকালের কর্মবিরতি প্রত্যাহার

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জে ৯ দফা দাবিতে বাস, মিনিবাস কোচ ও মাইক্রবাস শ্রমিক ইউনিয়নের শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে। জেলা প্রশাসকের আহবানে আজ রবিবার রাতে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে শ্রমিক নেতাদের সাথে আলোচনা করে এ কর্মসূচি প্রত্যাহার করা হয়।

সন্ধা ৬টা থেকে রাত ৮.৩০ পর্যন্ত চলা সভায় সিদ্ধান্ত হয় যে,সদর হাসপাতালের ভিতর কোন অ্যাম্বুলেন্স রাখা যাবে না। অ্যাম্বুলেন্স পার্কিং এর জন্য নির্ধারিত স্থান ও পুলিশ দ্বারা অহেতুক অ্যাম্বুলেন্স চালকদের হয়রানি বন্ধ,সদর হাসপাতাল পরিচালনা ও জেলা আইনশৃঙ্খলা কমিটিতে শ্রমিক ইউনিয়নের প্রতিনিধি অর্šÍভূক্ত করার ব্যাপারে পরবর্তীতে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

বৈঠকে জেলা প্রশাসক ইসরাত জাহান ছাড়া,হবিগঞ্জ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার মোহাম্মদ আমিনুল হক সরকার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট প্রিয়াংঙ্কা পাল,হবিগঞ্জ পৌর মেয়র আতাউর রহমান সেলিম,অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে,জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রবাস শ্রমিক ইউনিয়ন সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক সজিব আলী, হবিগঞ্জ মটর মালিক গ্রুপের সভাপতি মো. ফজলুর রহমান,সাধারণ সম্পাদক শঙ্খ শুভ্র রায়, শ্রমিক নেতা জিতু মিয়া সাইদুর রহমানসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এ কর্মবিরতির কারনে গতকাল রবিবার সকাল থেকে ঢাকা-সিলেট, কুমিল্লা, চট্রগ্রাম জেলায় হবিগঞ্জ বাস টার্মিনাল থেকে সকল ধরনের বাস চলাচল বন্ধ ছিল। তবে শ্রমিকরার কর্মবিরতির মধ্যেও হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের ঢাকা- সিলেট মহাসড়কে বাইরের জেলা থেকে আসা যানবাহন চলাচল করেছে। সকালে বাস টার্মিনালে আসা সাধারণ যাত্রীরা পড়েন চরম দূর্ভেগে। টার্মিনালে এসে ফিরে যাওয়া যাত্রীরা বলেন, ধর্মঘটের কারণে আমার গন্তব্যস্থানে যেতে পারছি না। তাদের এ ধরনের ধর্মঘট অযৌক্তিক ও অমানবিক।

সম্প্রতি হবিগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হারুন অর-রশীদ অসুস্থ হলে সদর হাসপাতালে যেতে গিয়ে অ্যাম্বুলেন্স পার্কিং এর কারনে উনার গাড়ি হাসপাতালের গেইটে যেতে পারেনি তিনি অনেক জায়গা হেটে হাসপাতালের ভিতরে যান। পরে পুলিশ এসে হাসাতালের ভিতর থেকে অ্যাম্বুলেন্স গুলো বের করে এবং ২টি অ্যাম্বুলেন্সকে কাগজপত্র না থাকার কারনে জরিমানা করে। যে কারনে মুলত গত ৯ মার্চ থেকে জেলায় প্রাইভেট অ্যাম্বুলেন্স মালিক ও শ্রমিক সমিতির ডাকে কর্মবিরতিতে নামে।

তবে এ ধর্মঘটের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন জেলার কর্মরত সাংবাকিরা। গত শনিবার রাতে শ্রমিকদের সংবাদ সম্মেলন বর্জন করেছে হবিগঞ্জ প্রেসক্লাবের সকল সাংবাদিকরা। ক্লাবের সাধারণ সম্পাদক প্রদীপ দাস সাগর বলেন, গত ১০ মার্চ রাতে হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ নাহিজের মায়ের মৃত্যুর পর সদর হাসপাতাল থেকে তার বাসাতে মরদেহ নিয়ে যায়নি প্রাইভেট অ্যাম্বুলেন্স চালক।

মোতাব্বির হোসেন কাজল/ইবিটাইমস 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »