ইউরোপ ডেস্কঃ ইউক্রেনে যুদ্ধাপরাধের অভিযোগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) কর্তৃক জারি করা গ্রেফতার পরোয়ানাকে সমর্থন করেছেন অস্ট্রিয়ার বিচারমন্ত্রী আলমা জাডিক।
অস্ট্রিয়ান সংবাদ সংস্থা এপিএ এর সাথে এক সাক্ষাৎকারে তিনি বলেন,”বিচার মন্ত্রী হিসাবে আমি ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে আন্তর্জাতিক গ্রেফতারি পরোয়ানা জারি করার সিদ্ধান্তকে স্বাগত জানাই।” “অস্ট্রিয়া ইউক্রেনের জনগণের বিচারের জন্য যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাবে,” জাডিক আরও বলেন। “এতে এই ক্ষেত্রে আন্তর্জাতিক অপরাধ আদালতের জন্য আমাদের অব্যাহত সমর্থনও অন্তর্ভুক্ত রয়েছে।”
হেগের আদালত পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। গত শুক্রবার নেদারল্যান্ডসের হেগের আদালত ইউক্রেনে যুদ্ধাপরাধের দায়ে পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। অধিকৃত ইউক্রেনীয় ভূখণ্ড থেকে রাশিয়ার ভূখণ্ডে শিশুদের অপহরণ করার জন্য তদন্তকারীরা তাকে দায়ী করেছেন।
তবে আন্তর্জাতিক গ্রেফতারি পরোয়ানা বর্তমানে একটি প্রতীকী অর্থে আছে। কেননা বর্তমান বিশ্বের অন্যতম পরাশক্তিধর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে বিচার করা অসম্ভব বলে মনে হচ্ছে। কিন্তু আন্তর্জাতিক গ্রেফতারি পরোয়ানা পুতিনের চলাফেরার স্বাধীনতাকে আরও সীমিত করে। একবার তিনি এমন একটি দেশে ভ্রমণ করেন যেটি আদালতের মৌলিক চুক্তি অনুমোদন করেছে, তাকে গ্রেফতারের সম্মুখীন হতে পারে। কারণ সমস্ত চুক্তিকারী রাষ্ট্র গ্রেফতারি পরোয়ানা কার্যকর করতে বাধ্য।
রাশিয়ার পাশাপাশি যুক্তরাষ্ট্র ও চীনও এই আন্তর্জাতিক আদালতকে স্বীকৃতি দেয় না। তবে অস্ট্রিয়া সহ বিশ্বের ১২০ টিরও বেশি দেশ রোমে অনুষ্ঠিত আন্তর্জাতিক আদালতের চুক্তি ও সংবিধি অনুমোদন করেছে।
কবির আহমেদ/ইবিটাইমস