ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির কাপুড়িয়াপট্টিতে ঐতিহ্যবাহী বারোয়ারী রক্ষাকালী পূজা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দিবাগত মধ্যরাতে এই পূজা অনুষ্ঠিত হয়েছে। চৈত্র মাসের এই পূজার আয়োজন হয়ে আসছে। দ্বিতীয় কলকাতাখ্যাত ঝালকাঠির সাথে ব্রিটিশ আমল থেকেই ঝালকাঠি ব্যবসায়ীদের সাথে কাপড় ও সুতা জাতীয় জমজমাট ব্যবসা-বানিজ্য চলে আসছে। সেই সময় থেকেই কাপুড়িয়াপট্টিস্থ ব্যবসায়ীরা চৈত্র মাসে এই দেবীর পূজা অর্চণার প্রচলন করেন।
তৎকালীন ঝালকাঠির পোনাবালিয়ার জমিদার অনিল রায় চৌধুরি, তৎকালীন বস্ত্র ব্যবসায়ী বৈদ্যনাথ সাহা, জতিন সাহা, বিশিষ্ট ও ধন্যাট্য ব্যক্তিরা এই পূজা দিতেন। পরবর্তীতে ঝালকাঠিতে এই ব্যবসায়ীদের বস্ত্র ব্যবসা সংকুচিত হওয়ায় এবং হিন্দু সম্প্রদায়ভূক্ত ব্যবসায়ীদের প্রতিষ্ঠান কমে যাওয়ায় বর্তমানে এই পট্টির ব্যবসায়ীরা সার্বজনীনভাবে এই পূজা অর্চনা পালন করে ধরে রেখেছে।
বাধন রায় /ইবিটাইমস