
ভোলায় অসহায় জাহানারা বেগমের বসতভিটা দখল
বোরহানউদ্দিন প্রতিনিধি: জাহানারা বেগম ভোলার পূর্ব ইলিশা ইউনিয়নের সুদের হাট হাসু হাওলাদার বাড়ির মৃত বাদশা হাওলাদারের মেয়ে। গত ১৭-১৮ বছর পূর্বে স্বামীর অসুস্থতা নিয়ে চিকিৎসার জন্য ঢাকাতে যান, তখন স্বামী চিকিৎসারত অবস্থায় মৃত্যুবরণ করেন। সেই থেকে এই জাহানারা বেগমের পরিবারের উপরে ঘোর অন্ধকার নেমে আসে, তার উপার্জনের আর কোন ব্যক্তি রইল না। জাহানারা বেগমেকে দেখার…