
সুদ কারবারীদের দৌরাত্ব ঠেকাতে অভিযান, ৬ সুদ কারবারী পুলিশের খাচায়
ঝিনাইদহ প্রতিনিধিঃ প্রতি মাসে শতকরা ১৫ থেকে ৩০ টাকা সুদ হিসেবে দিতে হয় মহাজনদের। তাহলেই পাওয়া যায় টাকা। মাস শেষে সুদের টাকা দিতে না পারলে চক্রবৃদ্ধি হারে সুদ বৃদ্ধি পায়। পরে তা দিতে পারলে মাঠের জমি, গরু এমনকি বসতভিটা পর্যন্ত লিখে দিতে হয় সুদ কারবারীদের নামে। কৌশলে আসল আর সুদ একসাথে মিলিয়ে টাকা ধার হিসাবে…